কলকাতা: সারাদিনের সমস্ত কাজ-কর্ম সেরে রাতে ঘুমাতে গেলেন। বিছানায় গা এলিয়ে দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই ঘুমের দেশে চলে গিয়েছেন। কিন্তু এরপরই শুরু হল নতুন বিপত্তি। হঠাৎ করেই ঘেমে (Sweating) একেবারে স্নান করে গিয়েছেন। এমনকি ঘামের ঠেলায় বিছানাও ভিজে গিয়েছে। আপনি ভাবছেন হয়তো গরম পড়েছে বলে ঘাম হচ্ছে। কিন্তু না, ঘুমের মধ্যে ঘাম হওয়ার পিছনে থাকতে পারে অন্য কারণ। শরীরে কোনও মারণরোগ বাসা বাঁধলে এমন ঘাম হয়। তাই তাই দিনের পর দিন ঘামের চোটে ঘুম ভাঙলে আর অবহেলা করা যাবে না। তাই জেনে নিন আপনার ঘুমের ভিতর বা রাতেরবেলায় অত্যধিক ঘাম হওয়ার কারণ আর যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিন।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘুমের মধ্যে অত্যধিক ঘেমে যাওয়া কিন্তু ক্যানসারের (Cancer) লক্ষণ হলেও হতে পারে। এক্ষেত্রে লিম্ফোমা ক্যানসারের ক্ষেত্রেই এই সমস্যা বেশি করে দেখা যায়। তবে এই ক্যানসারে আক্রান্ত হলে রাতেরবেলায় ঘেমে যাওয়ার পাশাপাশি অস্বাভাবিক হারে ওজন কমতে থাকা এবং জ্বরের মতো লক্ষণও দেখা দিতে পারে। তাই এই তিনটি লক্ষণ একসঙ্গে থাকলে অবশ্যই যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেলাটাই বুদ্ধিমানের কাজ। তাহলেই দ্রুত রোগ নির্ণয় সম্ভব হবে। এছাড়াও বিভিন্ন অঙ্গের ভিত্তিতে ক্যানসারের বিশেষ লক্ষণ দেখা যায়। যেমন ফুসফুসের ক্যানসারে শ্বাসকষ্ট, বুকে কফ, কাশি ও বুকে ব্যথার লক্ষণ দেখা যায়।
আরও পড়ুন:প্রেমিকের উপর রাগ করে ৮০ ফুট উঁচু টাওয়ারে উঠল প্রেমিকা
গবেষণায় দেখা গিয়েছে, কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকেও কিন্তু ঘুমের মধ্যে ঘাম হয়। এক্ষেত্রে টিউবারকুলোসিস, অস্টিওমাইলেটিস, এন্ডোকার্ডিয়াইটিস সহ একাধিক সংক্রমণ থেকে এমন সমস্যা হতে পারে। তাই আগে থেকে সাবধান হতে হবে। অন্যদিকে, ব্লাড সুগার লেভেল হঠাৎ করে কমে গেলে অত্যধিক ঘাম হতে পারে। তাই যাঁরা রাতেরবেলা ইনসুলিন নেন, তাঁদের সাবধান হতে হবে। এক্ষেত্রে ঘুমের মধ্যে যদি ঘেমে নেয় স্নান করে যান, তবে সেই ঘটনা অবশ্যই চিকিৎসককে জানান।
হরমোনজনিত সমস্যার কারনেও ঘুমের মধ্যে ঘাম হতে পারে। আমাদের গোটা শরীরে সর্বক্ষণ হরমোনের খেলা চলছে। আর এই হরমোনের কারসাজিতেই কিন্তু ঘুমের মধ্যে ঘামে ভিজে যেতে পারে শরীর। প্রসঙ্গত, কার্সিনয়েড সিনড্রোম, হাইপারথারয়েডিজমের মতো একাধিক অসুখের ফাঁদে পড়লে এমন সমস্যা পিছু নেয়। তাই রাতে ঘেমে নেয়ে স্নান হয়ে গেলে একবার চিকিৎসকের পরামর্শ মতো হরমোনের পরীক্ষা করতে হলেও হতে পারে।