কলকাতা: পুজোর (Durga Puja 2021) আগেই ভ্যাকসিন (Corona Vaccine) প্রদানে তৎপরতা নবান্ন। আগামী পাঁচ দিনের মধ্যে রাজ্যে ৫০ লক্ষ ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ করার কড়া বার্তা দিল স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার প্রত্যেকটি জেলায় জেলায় এই নির্দেশ পাঠানো হয়েছে।
নির্দেশে বলা হয়েছে, স্বাস্থ্যমন্ত্রক জানতে চেয়েছে পুজোর আগে রাজ্যকে দেওয়া ভ্যাকসিন শেষ করতে পারবে কি না। একই সঙ্গে বলা হয়েছে, বরাদ্দকৃত ভ্যাকসিন পুজোর আগে শেষ না করতে পারলে আগামীতে রাজ্যের বরাদ্দে কাটছাঁট করা হতে পারে। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের এই বার্তা আসার পরেই রাজ্য স্বাস্থ্য দফতর জেলায় জেলায় ভ্যাকসিন শেষ করার নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন-আমি ভারতের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছি: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার সভাপতি
ইতিমধ্যে রাজ্য সরকার পুজো নিয়ে ১১ দফা গাইডলাইন জারি করা হয়েছে। পুষ্পাঞ্জলী থেকে শুরু করে বিস্তারিত নির্দেশ নামা দেওয়া হয়েছে। এ বছরও পুজোর কার্নিভাল বন্ধরাখা হয়েছে।গাইডলাইনের পাশাপাশি হাইকোর্টের নির্দেশ মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-আগামী ১৫ নভেম্বর থেকে বিদেশিদের জন্য দরজা খুলছে ভারত
পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যের মোট ৬ কোটি ৩ লক্ষ ৭০ হাজার ২০৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তার মধ্যে ৪ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৯০ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর ১ কোটি ৭২ লক্ষ ৮৬ হাজার ১১৯ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। তার সঙ্গে আগামী ৫ দিনে আরও ৫০ লক্ষ ডোজ ভ্যাকসিন যুক্ত হতে চলেছে।