নয়া দিল্লি: উৎসবের মরশুমে করোনা নিয়ে দেশবাসীকে সতর্ক করল কেন্দ্র। সকলেই যাতে করোনার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, “আনন্দ ভাগ করে নিন, ভাইরাস নয়”। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লভ আগরওয়াল বলেন, “আমাদের নিশ্চিত করতে হবে আমরা নিজেদের মধ্যে সুখ- আনন্দ ভাগ করে নেবো। কিন্তু ভাইরাস নয়।”
অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। এই তিন মাসে দেশজুড়ে নানান উৎসব, বিবাহ এবং পার্টি হয়। হাজার হাজার মানুষের জমায়েত হয়। লভ আগরওয়াল বলেন, এই সময়ে পরস্পর পরস্পরকে আমন্ত্রণ করি। আনন্দ- সুখ ভাগ করে নিই। এই করোনাকালেও তা বজায় রাখব। তবে, অন্যভাবে। করোনার বিরুদ্ধে জেতার জন্য সব রকম প্রস্তুতি নিয়ে মানুষকে আহ্বান জানান।
কারণ, কোভিড নিয়ন্ত্রণের জন্য প্রতিরোধই একমাত্র চাবিকাঠি। তিনি বলেন, “কোভিড নিজে থেকে ছড়ায় না, কারও না কারও দ্বারা পরিচালিত হয়।”
আরও পড়ুন-চারদিন পর লখিমপুরের হিংসার ঘটনায় গ্রেফতার ২
তবে, লকডাউন- বিধিনিষেধে মানুষ ঘরবন্দি থেকে ক্লান্ত হয়ে গেছে। এখন মানুষ ঘরের বাইরে বের হতে চায় বলেও তিনি জানিয়েছেন। শুধু ভারত নয়, যুক্তরাজ্য, রাশিয়া, নেদারল্যান্ডসেও একই অবস্থা বলে উল্লেখ করেন।
আরও পড়ুন-রাহুলের বিধ্বংসী ইনিংসে ধোনির শীর্ষে ফেরার আশা শেষ
ভুলে গেলে চলবে না করোনার দ্বিতীয় ঢেউ এখনও মোকাবিলা করা সম্ভব হয়নি। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী- প্রশাসন সকলের এই মহামারীর বিরুদ্ধে লড়াই জারি রয়েছে। বর্তমানে দেশে ২.৪৪ লাখ অ্যাকটিভ রোগী রয়েছে। তাই, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলা যাবে না বলেও উল্লেখ করেন লভ আগরওয়াল।