নয়া দিল্লি: করোনা ভ্যাকসিনে দুটি ডোজ নেওয়া থাকলে কোয়ারান্টিনে থাকতে হবে না। বৃহস্পতিবার ব্রিটেনের হাই কমিশনার ভারত সরকারকে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, আগামী ১১ অক্টোবর থেকে করোনা ভ্যাকসিনে সম্পূর্ণ ডোজ প্রাপককে ব্রিটেনে গিয়ে কোয়ারান্টিনে থাকতে হবে না। তাঁদের জন্য কোয়ারান্টিন বিধি নিষেধ অনুপোযুক্ত বলেও তিনি মন্তব্য করেন।
ভারতে ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস টুইট করে বলেন, ‘১১ অক্টোবর থেকে কোভিশিল্ড বা ইউকে-অনুমোদিত অন্য ভ্যাকসিন নেওয়া থাকলে যুক্তরাজ্যে ভ্রমণে কোয়ারান্টিনের প্রয়োজন নেই। গত মাসে সহযোগিতার জন্য ভারত সরকারকে ধন্যবাদ।”
১ অক্টোবর, যুক্তরাজ্য-অনুমোদিত কোভিশিল্ডে টিকা দেওয়া সহ ভারতীয় এবং বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য যুক্তরাজ্যের পৃথকীকরণ বিধিগুলির প্রতিক্রিয়ায়, ভারত টিকা স্থিতি নির্বিশেষে ব্রিটিশ নাগরিকদের জন্য বাধ্যতামূলক 10 দিনের কোয়ারেন্টাইন জারি করেছিল।
আরও পড়ুন-৫০০ ও ২০০০-এর নোট থেকে গান্ধীর ছবি সরানোর দাবিতে মোদিকে চিঠি কং বিধায়কের
১ অক্টোবর থেকে ব্রিটেনে আগতদের জন্য ১০ কোয়ারান্টিন বাধ্যতা মূলক ছিল। বিট্রেন অনুমোদিত ভ্যাকসিন নেওয়া থাকলে ব্রিটেন নাগরিকের সুরক্ষর্থে ভারতীয় সহ সমস্ত বিদেশিদের ১০ দিন কোয়ারান্টিন থাকতে হয়েছে। এরপরই নানা দেশের কাছে সমালোচিত হয় ব্রিটেন। বাধ্য হয়ে তড়িঘড়ি পরিস্থিতি সামাল দিতে ভারত সহ প্রায় ৩৭ দেশের নাগরিকদের জন্য কোয়ারান্টিন বদলেছে ইউকে।