কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়কে(mamata banerjee brother) রবিবার বিকেলে এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি করতে হল। বউদি কাজরী বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee news) হয়ে গত কয়েক দিন ধরে পুরভোটের প্রচারে ব্যস্ত ছিলেন গণেশ। ৭৩ নম্বর ওয়ার্ডে কাজরী বন্দ্যোপাধ্যায়কে এ বার প্রার্থী করেছে তৃণমূল। এদিন হঠাত্ বুকে ব্যথা অনুভব করায় তাঁকে তড়িঘড়ি এসএসকেএমে আনা হয়। সূত্রের খবর, তিনি হৃদরোগে আক্রান্ত (heart attack) । কার্ডিয়োলজি বিভাগের আইসিইউতে চিকিত্সাধীন রয়েছেন।
গণেশ বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতার খবর শুনে অন্য কর্মসূচি বাতিল করে তড়িঘড়ি এসএসকেএম যান মুখ্যমন্ত্রী। চিকিত্সকদের কাছ থেকে ভাইয়ের স্বাস্থ্যের খোঁজখবর নেন। চিকিত্সক সরজ মণ্ডল ছাড়াও বিশেষজ্ঞ চিকিত্সকদের পর্যবক্ষণে রয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই।
আরও পড়ুন : ইউপিএ ইস্যুতে ভূপেশ বঘেলের তোপে মমতা
হাসপাতাল সূত্রে খবর, বুকে ব্যথা হওয়ার কারণে মুখ্যমন্ত্রীর ভাই গণেশ বন্দ্যোপাধ্যায়কে রবিবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কয়েক দিন ধরেই ওনার বুকে ব্যথা হচ্ছিল। হার্টের অবস্থা খতিয়ে দেখতে সোমবার বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে। সেইমতো চিকিত্সার বন্দোবস্ত করা হবে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।