কলকাতা: কিডনি (Kidney ) আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। রক্ত পরিশুদ্ধ করা থেকে শুরু করে, জল, লবন এবং অন্যান্য খনিজের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে কিডনি বড় ভূমিকা নেয়। এমতাবস্থায় কিডনির সামান্য সমস্যাও শরীরের সব কাজ বিগড়ে দিতে পারে। বর্তমানে বিপুল পরিমাণে বেড়ে গিয়েছে কিডনির ক্যানসার (Kidney Cancer)। যদিও অধিকাংশ সময়ই কিডনির ক্যানসার একদম শেষে গিয়ে ধরা পড়ে। কারণ এর উপসর্গ প্রায় থাকে না বললেই চলে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনি কিডনির ক্যানসারে আক্রান্ত।
চিকিৎসকরা জানিয়েছেন, কিডনির ক্যানসারে আক্রান্ত হওয়ার এমন কিছু লক্ষণ আছে, যা শুধুমাত্র রাতেই দেখা যায়। যার মধ্যে প্রধান হল রাতে ঘাম। অনেকেই আছেন যাঁদের রাত্রে অতিরিক্ত ঘাম হয়। শীতকাল হোক বা গরম এই ঘাম হতেই থাকে। আর এই ঘাম কিডনি ক্যানসারের অন্যতম লক্ষণ। তবে এই ঘাম দেখেই যে শনাক্ত করা যাবে এমনটা হয়। এখনকার যে আবহাওয়া তাতে ঘাম হওয়া খুব স্বাভাবিক। আর ঘাম অন্য রোগেরও লক্ষণ হতে পারে।
আরও পড়ুন:Birbhum | সঠিক চিকিৎসা না মেলায় পথ অবরোধ স্থানীয়দের
তাছাড়া হরমোনের পরিবর্তনও বর্তমানে কিডনি ক্যানসারের অন্যতম কারণ। আবার যাদের রেডিয়েশন, কেমোথেরাপি চলছে তাঁদের ক্ষেত্রেও হতে পারে এই সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বর্তমানে ভারতে ছেলেদের মধ্যে ১০,৩৫৪ জন আর মেয়েদের মধ্যে ৬৫০৭ জন কিডনির ক্যানসারে ভুগছেন। যাঁরা ডায়াবেটিসে ভুগছেন দীর্ঘদিন ধরে তাঁদের এই কিডনি ক্যানসারে আক্রান্তের সম্ভাবনাও অনেক বেশি থাকে। ব্রিটেনের একটি রিসার্চ বলছে ৫০-৭০ বছর বয়সের মধ্যে বাড়ছে এই কিডনি ক্যানসারের সম্ভাবনা। আর এর অন্যতম কারণ হল বর্তমান জীবনযাত্রায় পরিবর্তন।
অন্তত ৪২ শতাংশের ক্ষেত্রে কিডনির ক্যানসারে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হল ওবেসিটি ও ধূমপান। এর থেকে মুক্তি পেতে যে বিষয়গুলি এড়িয়ে যাবেন তা হল-
১) হঠাৎ হঠাৎ জ্বর, আর রাতে ঘুমের মধ্যে প্রচণ্ড ঘাম কিডনির ক্যানসারের লক্ষণ।
2) কোমরের দিকে ব্যথাও কিডনির ক্যানসারের অন্যতম লক্ষণ। পেটেও ব্যথা হতে পারে এক্ষেত্রে।
৩) সারা ক্ষণ ক্লান্তিও কিডনির ক্যানসারের লক্ষণ।
৪) খিদে কমে যাওয়া কিডনির ক্যানসারের অন্যতম লক্ষণ। এটি হলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৫) কারণ ছাড়াই ওজন কমতে থাকা.
৬) তলপেটে বা কোমড়ের আশপাশে কোথাও কোনও মাংসপিণ্ড অনুভব করছেন? এটিও ভালো লক্ষণ নয়। চিকিৎসকের পরামর্শ নিন এমন কিছু দেখলেই।
৭) হঠাৎ করে ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে কি? কিডনির ক্যানসারে এই সমস্যাও হতে পারে।
৮) কিডনির ক্যানসারের বড় লক্ষণ হল মূত্রে রক্ত। কিডনির কোষে ক্যানসারের সংক্রমণ হলে প্রাথমিক অবস্থায় এই সমস্যা দেখা দেবেই। ফলে এদিকে নজর রাখুন।