ওয়েলকাম টু টক অন ফ্যাক্টস (Talk on Facts), আপনাদের সঙ্গে আমি অমৃতা।
মানুষের আয়ু বাড়বে নাকি কমবে এই নিয়ে বিস্তর জল্পনা চলছে। এরই মাঝে একটি রিপোর্ট সামনে এল যা শুনলে অনেকেই খুশি হবেন। কেন জানেন? এবার নাকি মানুষের আয়ু বাড়বে। হ্যাঁ, সত্যি। জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের (Georgia University) এক শিক্ষক, ডেভিড ম্যাকার্থি (David McCarthy) কী বলেছেন দেখে নেওয়া যাক।
আরও পড়ুন: Talk on Facts | Yuzvendra Chahal | আইপিএলে নয়া মাইলস্টোন যুজবেন্দ্র চাহালের
* ডেভিড ম্যাকার্থির দাবি, পুরুষরা ১৪১ বছর বয়স পর্যন্ত
* আর নারীরা ১৩০ বছরের বেশি বেঁচে থাকতে পারবে
* বিজ্ঞানীদের সমীক্ষা অনুযায়ী, এখনও পর্যন্ত গড়ে ১২০ বছর পর্যন্ত জীবিত থাকে মানুষ