কলকাতা: ফের একমাস করোনাবিধি বাড়ান হল রাজ্যে৷ তবে, ক্রিসমাস-বড়দিনে টানা এক সপ্তাহ নাইট কার্ফুতে ছাড় দেওয়া হয়েছে৷ বুধবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার এমনটাই জানিয়েছে৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত করোনা বিধি শিথিল করা হচ্ছে৷ ক্রিসমাস ও বড়দিন উপলক্ষ্যেই করোনাবিধি শিথিল করা হয়েছে৷ নাইট কার্ফুও প্রত্যাহার করা হচ্ছে৷
পূর্ববর্তী সময়সীমা ছিল চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত। যা আরও এক সাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী এখন সমগ্র পশ্চিমবঙ্গে করোনা বিধিনিষেধের সময়সীমা ডিসেম্বর মাসের ১৫ তারিখ থেকে ২০২২ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত।
বুধবার নবান্নের পক্ষ থেকে এই বিষয়ে নির্দেশিকা জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ওই নির্দেশিকায় বলা হয়েছে যে রাজ্যে করোনা বিধিনিষেধের মেয়াদ আরও এক সাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কেবলমাত্র ক্রিসমাস সপ্তাহে ছাড় দেওয়া হয়েছে। তবে, সামাজিক দূরত্বের বিধি, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক থাকছে। বাকি নিয়মগুলি আগের মতোই থাকছে৷