কলকাতা: পুজোয় (Pujo) কার্যত শিকেয় ওঠে করোনা বিধি (Corona) ৷ এরফলে পুজোর পরপরই রাজ্যে লাগামছাড়া করোনা সংক্রমণ। জেলার নিরিখে কলকাতার সংক্রমণ শীর্ষে৷ রাজ্যে টানা চার দিন করোনা আক্রান্তের সংখ্যা ৮০০-র ওপরে, ২৪ ঘণ্টায় মৃত বেড়ে ১২।
চিকিৎসকদের করোনার তৃতীয় ঢেউ এর আশঙ্কা অনুযায়ী রাজ্যে পুজোর পর ফের মাথা চাড়া দিচ্ছে করোনা। যা নিয়ে নতুন করে চিন্তা বাড়ছে রাজ্যবাসীর । স্বাস্থ্য দফতরের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ৯৭৪ জন। গত কয়েকদিনে যা ছিল কিছুটা কম। বৃহস্পতিবার ও বুধবার এই আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ৮৩৩ ও ৮৬৭। মৃত্যু হয়েছে ১২ জনের । যার মধ্যে কলকাতাতেই মৃত্যু হয়েছে ৩ জনের। তবে পজিটিভিটি রেট কিছুটা কমেছে। বৃহস্পতিবার পজিটিভিটির রেট ছিল ২.৫২ শতাংশ।শুক্রবার তা কমে হয় ২.১০ শতাংশ। তবে শনিবার তা বেড়ে হয়েছে ২.২৬ শতাংশ।
আরও পড়ুন করোনার মধ্যে চার কেন্দ্রে ভোট, রাজনৈতিক দলগুলিকে কড়া নির্দেশ কমিশনের
রাজ্যের করোনা সংক্রমণের গ্রাফে শীর্ষে ফের কলকাতা। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৬৮ জন। সুস্থ হয়েছেন ১৯৯ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগণা। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ১৪৭ জন। সুস্থ হয়েছেন ১৩৪ জন। মৃত্যু হয়েছে ৪ জনের। তৃতীয় স্থানে রয়েছে হুগলি জেলা। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৪ জন। সুস্থ হয়েছেন ৭০ জন। মৃত্যু হয়েছে ১ জনের।
আরও পড়ুন পর্যটকদের থেকেই করোনা সংক্রমণ, হাজারেরও বেশি বিমান বাতিল করল চীন
এছাড়াও অনন্য সব জেলাতেই বেড়েছে আক্রান্তের সংখ্যা। সব মিলিয়ে পুজোর পর রাজ্যে যে হারে বৃদ্ধি পাচ্ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেই জায়গায় দাড়িয়ে তৃতীয় ঢেউ এর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।