কলকাতাঃ পুজোর পর রাজ্যে প্রায় প্রতিদিনই দৈনিক করোনা (Corona) সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে৷ আক্রান্তের নিরিখে জেলার মধ্যে শীর্ষে থাকছে কলকাতা (Kolkata)৷ দ্বিতীয় স্থানে কলকাতা লাগোয়া জেলা উত্তর ২৪ পরগনা৷ কিন্তু, বৃহস্পতিবারে রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে আরও একটি উদ্বেগজনক তথ্য উঠে এল৷ পুজোর পর এই প্রথম একদিনে ১৪ জন করোনা আক্রান্তের মৃ্ত্যু হয়েছে৷ সেই মৃত্যুর নিরিখে জেলা গুলির মধ্যে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা৷ আর দ্বিতীয় স্থানে রয়েছে কতকাতা৷ গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনা জেলায় ৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ আর কলকাতায় মারা গিয়েছেন ৫ জন করোনা আক্রান্ত৷ বাকি দুই জন অন্য জেলার৷
মৃত্যুর পাশাপাশি করোনা সংক্রমণের হারও বৃদ্ধি পেয়েছে রাজ্যে৷ বুধবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনা সংক্রমণের হার ছিল ২.৪৩ শতাংশ৷ বৃহস্পতিবারের বুলেটিনে তা বৃদ্ধি পেয়ে ২.৫২ শতাংশ হয়েছে৷ তবে, গতকালের তুলনায় দৈনিক সংক্রমণ সামান্য কমেছে৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৮৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে আবারও বেশি সংখ্যক মানুষ কলকাতার বাসিন্দা৷ তারপরই রয়েছে উত্তর ২৪ পরগনা৷ কলকাতায় গত ২৪ ঘণ্টায় ২৩২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ আর উত্তর ২৪ পরগনায় ১৪৩ জন আক্রান্ত হয়েছেন৷ গতকাল উত্তর ২৪ পরগনায় এই সংখ্যাটা ১২৯ জন ছিল৷ বাকিরা রাজ্যের বিভিন্ন জেলা ও বাইরের রাজ্যের বাসিন্দা৷
আরও পড়ুন-নিজের বাড়ি ঠিক করে তার পর নৈতিকতার জ্ঞান দিন, নাম না করে শুভেন্দুকে তোপ বাবুলের
পুজোর পর মাথা চাড়া দিচ্ছে করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের গ্রাফ। গতকালের তুলনায় আরও বাড়ল করোনায় মৃত্যুর সংখ্যা। বেড়েছে পজিটিভিটি রেট। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বুধবার করোনায় আক্রান্ত হন ৮৬৭ জন। এদিন তা কমেছে৷ একই ভাবে দৈনিক সংক্রমণের শীর্ষে জেলা উত্তর ২৪ পরগনা, কলকাতা। যা নতুন করে চিন্তা বাড়াচ্ছে রাজ্যের।
আরও পড়ুন-নজরে বিধানসভা, কর্মীদের চাঙ্গা করতে বৃহস্পতিতে গোয়ায় নেত্রী মমতা
এ দিনের বুলেটিনে মৃত্যুর নিরিখে শীর্ষস্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা৷ তারপরেই কলকাতা, নদিয়া ও হাওড়া৷ যা স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যবাসীর মনে। সব মিলিয়ে রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনার বলি ১৪ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা ১৯ হাজার ৩০ জন।