কলকাতা: ভ্যাকসিন রয়েছে। কিন্তু, সিরিঞ্জের সংকট তৈরি হয়েছে কলকাতায়। তাই ভ্যাকসিন থাকলেও করোনা ভ্যাকসিন প্রদানে সমস্যার আশঙ্কা রয়েছে৷ এই আশঙ্কা দূর করতে এক লক্ষ সিরিঞ্জের আর্ডার দিয়েছে কলকাতা পুরসভা৷ সোমবার কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম এমনচাই জানিয়েছেন৷ সিরিঞ্জ অপ্রতুলের কারণও তিনি জানিয়েছেন৷ পাশাপাশি, পুজোর আগে বহু মানুষের গা’ছাড়া মনোভাবের কারণে করোনা বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন৷ ফিরহাদ বলেন, বহু মানুষ মাস্ক ছাড়ায় রাস্তা-ঘাটে বেরচ্ছেন৷ পুজোর কেনাকাটা করছেন৷
সিরিঞ্জের বিষয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, সিরিঞ্জের আকাল দেখা দিয়েছে৷ কারণ, স্থানীয় যারা সিরিঞ্জ তৈরি করেন তাঁদের থেকে কেন্দ্র সরকার সিরিঞ্জ তুলে নিয়েছে৷ এরফলে, চাহিদা থাকলেও আমরা পাচ্ছি না৷ তাই, প্রয়োজনে ২৪ ঘণ্টা কাজ করে সিরিঞ্জ তৈরির কথা বলা হয়েছে৷ কলকাতার মানুষের জন্য এক লক্ষ সিরিঞ্জের অর্ডার দিয়েছি৷
আরও পড়ুন-সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় নবান্নে জরুরি বৈঠক
সিরিঞ্জ ছাড়াও চাহিদা অনুযায়ী ভ্যাকসিন না মেলার বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করেছেন ফিরহাদ হাকিম৷ তাঁর অভিযোগ, উত্তরপ্রদেশ-সহ দেশের পাঁচ রাজ্যের ভোটকে সামনে রেখে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে শুনেছি৷ ভ্যাকসিন স্ডক করা হচ্ছে বলেও অভিযোগ ফিরহাদের৷ সোমবার যে পরিমান ভ্যাকসিন কেন্দ্রের তরফে কলকাতা পুরসভা পেয়েছে তা, মঙ্গলবার পর্যন্ত দেওয়া যাবে বলে তিনি জানান৷ কিন্ত, নতুন করে ভ্যাকসিন না পাওয়া গেলে ফের বুধবার থেকে শহরে টিকাকরণ বন্ধ করে দিতে হবে৷ অথচ, এ দিকে কলকাতা শহরে লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজের কোভিশিল্ড ভ্যাকসিনের অপেক্ষায় আছেন বলে ফিরহাদ জানিয়েছেন৷