কলকাতা: শাঁখ (Shel) বা শঙ্খ শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ, শাম ও খাম থেকে। শাম শব্দের অর্থ হল শুভ। খাম শব্দের অর্থ জল। এই শব্দের মিলনেই সৃষ্টি হয়েছে শঙ্খম শব্দটি। হিন্দু (Hindu) ধর্মে যে কোনও পুজোয় শাঁখ বাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এছাড়া সব শুভ কাজেও কিন্তু শঙ্খ-ধ্বনি খুবই জরুরি। অনেক বাড়িতে আবার প্রতিদিন সন্ধ্যেবেলা তুলসীতলায় সন্ধে দিয়ে শাঁখ বাজানোর রীতিও রয়েছে। এছাড়াও রয়েছে শাঁখ বাজানোর (Blowing Conch Shel) বেশ কিছু উপকারিতাও।
বলা হয়, শঙ্খ বাজানোর ফলে যে শব্দ তরঙ্গের সৃষ্টি হয় তাতে অনেক জীবানু নাশ হয়। সন্ধ্যার সময় প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজানোর এও এক কারণ হতে পারে।
আরও পড়ুন: Fridge Care | বর্ষাকালে ফ্রিজকে কোন মোডে চালাবেন? জেনে নিন