প্রতিবছর আমাদের দেশে ৫০ হাজারেরও বেশি মানুষ মস্তিষ্কের টিউমারে (Brain Tumor) আক্রান্ত হন। আমাদের দেশের বিরাট জনসংখ্যার নিরিখে শতাংশ হিসেবে সেটা যথেষ্ট কম হলেও, যত দিন যাচ্ছে ততই বাড়ছে মস্তিষ্কের টিউমার আক্রান্তের সংখ্যা। তবে ব্রেন টিউমার সম্পর্কে জনসাধারণের মধ্যে শিক্ষিত ও সচেতনতা সৃষ্টির জন্য প্রতি বছর ৮ জুন বিশ্ব ব্রেন টিউমার দিবস পালন করা হয়। ব্রেন টিউমার হয় যখন মস্তিষ্কে অস্বাভাবিক কোষের ব্যাপক বৃদ্ধি ঘটে এবং এটি ক্যান্সার এবং উভয়ই হতে পারে। আর ব্রেন টিউমারের অনেক রকম প্রকার ভেদ রয়েছে। কিছু থাকে ম্যালিগন্যান্ট, কিছু থাকে নন ক্যানসার। তবে ব্রেন টিউমারের লক্ষণ কিন্তু সবার ক্ষেত্রে সমান নয়।
ব্রেইন টিউমারের লক্ষ্মণগুলি কী কী দেখে নেওয়া যাক
* ব্রেন টিউমারের সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে মাথাব্যথা। আর তা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। মাথা ব্যাথার সঙ্গে কিছুক্ষেত্রে দৃষ্টিশক্তিতেও সমস্যা হয়।
* কোনও কোনও সময় ব্রেইন টিউমার এর উপসর্গ মাথাব্যথা নাও হতে পারে । হঠাৎ দেখা গেল শরীরে কোন একটা দিকে অনুভূতি কম হচ্ছে বা আস্তে আস্তে কোন একটি দিক অবশ হচ্ছে।
* চোখ দিয়ে দেখি আমরা চোখের চারিপাশের সমানভাবে দেখি । চোখের দুই দিকে কি আঁধার নেমে আসছে ? তাহলে অবশ্যই স্নায়ুরোগ বিশেষজ্ঞকে দেখানো দরকার
* কথাবার্তায় অসংলগ্নতা দেখা যাচ্ছে? সে ক্ষেত্রে অবশ্যই টিউমারের সম্ভাবনা থেকে যায়।
* হঠাৎ করে কিছু কথা ভুলে যাওয়া অর্থাৎ সামান্য কয়েক দিন আগের কথা ভুলে যাওয়া – এই ধরনের উপসর্গ মস্তিষ্কে টিউমারের লক্ষণ হতে পারে।
* হঠাৎ শরীরে খিচুনি ধরা বা কোন একটি অঙ্গ প্রত্যঙ্গে খিঁচুনি ধরা ব্রেন টিউমরের অন্যতম লক্ষণ
তবে সব কিছুই নির্ভর করে স্বাস্থ্যের উপরে। তাই এই যে কোনও লক্ষণ থাকলে ফেলে না রেখে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যান, পরামর্শ নিন। সেই মতো চিকিৎসা শুরু করুন।
ডিসক্লেমার: (এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।)