কলকাতাঃ পুজোর পর রাজ্যে প্রায় প্রতিদিনই দৈনিক করোনা (Corona) সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে৷ জেলার নিরিখে শীর্ষে থাকছে কলকাতা (Kolkata)৷ দ্বিতীয় স্থানে কলকাতা লাগোয়া জেলা উত্তর ২৪ পরগনা৷ মঙ্গলবারের পর বুধবারও বাড়ল দৈনিক করোনা সংক্রমণ৷ পরপর চার দিন কলকাতায় দৈনিক করোনা সংক্রমণ লাগাতার বৃদ্ধি পেয়েছে৷
বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের (WB Health Dept) বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৮৬৭ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন৷ তাঁদের মধ্যে ২৪৪ জন কলকাতার বাসিন্দা৷ আর ১২৯ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা৷ বাকিরা রাজ্যের বিভিন্ন জেলা ও বাইরের রাজ্যের বাসিন্দা৷
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে৷ তাঁদের মধ্যে ৩ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা আর কলকাতার বাসিন্দা ২ জন, তিন জন ভিন রাজ্যের বাসিন্দা, বাকিরা অন্যান্য জেলার৷
পুজোর পর মাথা চাড়া দিচ্ছে করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের গ্রাফ। গতকালের তুলনায় আরও বাড়ল করোনায় আক্রান্তের সংখ্যা। কমেছে পজিটিভিটি রেট। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার করোনায় আক্রান্ত হন ৭২৬ জন। এদিন তা বেড়েছে৷ একই ভাবে দৈনিক সংক্রমণের শীর্ষে জেলা কলকাতা।টানা চার দিন সংক্রমণের শীর্ষে এই জেলা। যা নতুন করে চিন্তা বাড়াচ্ছে রাজ্যের।
আরও পড়ুন জানেন কেন শারদ পূর্ণিমায় বাঙালি কোজাগরী লক্ষ্ণীপুজো করে?
সংক্রমণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে আক্রান্ত ১০৬ জন ।এখানেও গতকালের তুলনায় সামান্য বেড়েছে সংক্রমণ। দৈনিক সংক্রমণের তালিকায় তৃতীয় স্থানে জেলা হুগলি। একদিনে সেখানে আক্রান্ত ৯৬ জন৷ সব মিলিয়ে প্রায় প্রতিটি জেলাতেই গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের হদিস মিলেছে৷ সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৮২ হাজার ৬৮০ জন।
আরও পড়ুন সুরায় লক্ষ্মীলাভ! পুজোর ৫ দিনে ১০০ কোটি টাকার মদ বিক্রি রাজ্যে
এ দিনের বুলেটিনে মৃত্যুর নিরিখে শীর্ষস্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা৷ তারপরেই কলকাতা, নদিয়া ও হাওড়া৷ যা স্বাভাবিক ভাবেই উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যবাসীর মনে। সব মিলিয়ে রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনায় মৃতের সংখ্যা ১৯ হাজার ১৬ জন।