Placeholder canvas
কলকাতা শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ |
K:T:V Clock
Narendra Modi: মোদিজি আপনি কি দেশবাসীকে বোকাছেলে ভাবেন?
শুভেন্দু ঘোষ Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ০২:০৫:২১ পিএম
  • / ৫৬৫ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

জগন্নাথদেবের স্নানযাত্রার দিনেই দেশবাসীর চোখ ধুয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদি। সকালে ঘুমচোখ ভাঙতেই দেশবাসী দেখল প্রধানমন্ত্রীর এপ্রিল ফুল টুইট। জগন্নাথের ১০৮ ঘড়া জল নয়, একেবারে ১০ লক্ষ কেন্দ্রীয় সরকারি চাকরির প্রতিশ্রুতির সাগরে ভাসিয়ে দিলেন রাজ-জ্যোতিষী। যিনি শুভদিনক্ষণ দেখে, গ্রহনক্ষত্রের অবস্থান জেনে এমন ঘোষণা করলেন, যা মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। এ যেন ফুটপাতে বসা টিয়া পাখির ভবিষ্যদ্বাণী। এখন ভরসা বেকারদের ললাটে কী লেখা আছে, তার উপর। যদিও আপাতত দেড় বছর ধরে মোদি সরকারের প্রচারপুস্তিকার মলাটে এই রঙিন ছবিটাই জ্বলজ্বল করবে। দেড় বছরের সোনার ফসল ঘরে উঠবে ঠিক ২ বছরের মাথায়, ২০২৪ সালে।

অনেকের মনে আছে, হয়তো অনেকের নেই— ২০১৩ সালের ২৪ নভেম্বর আগ্রার এক জনসভা। নমো বলেছিলেন, যদি আমাদের সরকার জিতে ক্ষমতায় আসে, তাহলে প্রতিবছর ১ কোটি চাকরি হবে। তারপর কেটে গিয়েছে ৯ বছর। কেন্দ্রীয় সরকারে কটা চাকরি হয়েছে তার জবাব দেবেন কি প্রধানমন্ত্রী! এমনিতেই কোভিডের কারণে গত ২ বছর ধরে নিয়োগ বন্ধ। দেশজুড়ে লক্ষ লক্ষ শূন্যপদ পড়ে রয়েছে। কিন্তু নিয়োগ বন্ধ। কারণ, সরকারের বেতন দেওয়ার রেস্ত নেই। রাস্তায় রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে পিএইচডি। আর প্রধানমন্ত্রী চাষি-শ্রমিকের ছেলেকে জ্যোতির্বিজ্ঞানী করার মহাকাশীয় স্বপ্নে বুঁদ করে রাখছেন। মোদিজি আমরা দেশবাসী বোকা হতে পারি, কিন্তু বৃহত্তর অর্থে বোকাছেলে নই। আপনার টিয়াপাখির খেল কাজে আসবে না। বরং, আগামী দেড় বছরে আপনার সেই ঝোলা গুছিয়ে রাখাই ভালো। হিমালয়ের গুহা অপেক্ষা করে আছে, এবার আর ক্যামেরা থাকবে না।

আর একটি দৃষ্টান্ত দিই। ২০১৯ সালের বিজ্ঞপ্তি। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ ডি পদে নিয়োগের চাকরির বিজ্ঞাপন দেয়। শূন্যপদের সংখ্যা ছিল সে সময়েই ১ লক্ষ ৩ হাজার ৭৬৯। গত ৪ বছরেও সেই পরীক্ষা হয়নি। ফর্মের জন্য টাকা নেওয়া হয়েছিল ২০০-৫০০। ফর্ম জমা পড়েছিল দেড় কোটির উপর। অর্থাৎ ফর্ম বাবদ বোর্ডের আয় হয়েছিল ৫০০ কোটি টাকার মতো। সেই চাকরির কী হল মোদিবাবু? শুধু তাই নয়, এই চাকরির মধ্যে সেনা, বায়ু ও নৌবাহিনীর চাকরি কি থাকছে! ২ বছর ধরে এই তিন বাহিনীতেও নিয়োগ বন্ধ রয়েছে। যে সরকার একের পর এক সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থায় ঝাঁপ বন্ধ করছে, তারা হঠাৎ চাকরি দিতে চাইছে কেন? প্রশ্ন তো উঠবেই। যে চৌকিদার বছরে কোটি চাকরির মোয়া খাইছেন, তিনি যদি দেড় বছরে মাত্র ১০ লক্ষ চাকরির কথা বলেন তাহলে তাঁর সত্যনিষ্ঠা নিয়ে চোরের সাক্ষীও লজ্জা পেতে পারে।

আরও পড়ুন: Abhijit Gangopadhyay: এর থেকে সিটই ভালো, সিবিআই সম্পর্কে হতাশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

আসলে ২০২৪ সালের ভোটে চাকরির টোপ ফেলে রাঘববোয়াল মারতে চাইছেন মোদি। এই অন্তর্বর্তী সময়ে দেশের বেকার যুবকদের অর্থাৎ তাঁদের পরিবারকে চোখে পট্টি পরিয়ে রাখতে চাইছেন তিনি। ১০ লক্ষ চাকরির অর্থ— এর মধ্যে প্রায় সাড়ে ৬ লক্ষ চাকরি যাবে সংরক্ষণের আওতায়। বাকিটা পাবেন সাধারণ ক্যাটেগরিতে। মোট উপকৃতের সংখ্যা পরিবারপিছু ৫ জন ধরলে ৫০ লক্ষ পরিবার। মোদি এই দাঁওটাই মারতে চাইছেন। কিন্তু কী লাভ? একটি হিসেবে দেখা যাচ্ছে, ভারতে প্রায় ১০০ কোটি ভোটার রয়েছেন। যার প্রায় ৬৭ শতাংশ ভোট দেন। আর ২০২১ সাল পর্যন্ত হিসেবে শহর এলাকায় বেকারের হার ২৬ শতাংশ। প্রায় ৩১ কোটির উপরে। সুতরাং, বারাণসীর গঙ্গাঘাটে যেমন করাঞ্জলি করা হয় গঙ্গাজলেই। মোদির এই চাকরির ভাঁওতাও তেমনই তাঁর পকেটেই ঢুকবে। এর থেকে বেশি খারাপ কথা কি আর লেখা যায়!

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

2020 Delhi Riots : বিজেপি নেতা কপিল মিশ্রের বিরুদ্ধে ফের তদন্তের নির্দেশ
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
ঈদে রীনার সঙ্গে সেলফি কিরণের,এন্ট্রি নেই গৌরীর ! আমির কোথায়!
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
ঝুঁকিতে কলকাতা, ভূমিকম্পের তছনছ হতে পারে গোটা শহর!
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
টিকল না বিরোধীদের আপত্তি, বুধবারই সংসদে পেশ হবে ওয়াকফ বিল
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
গুজরাটে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১৮, বাড়তে পারে সংখ্যা
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
৮৯ বছর বয়সে ধর্মেন্দ্রর চোখে অস্ত্রোপচার সঙ্গে নেই নিজের কেউ !
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
আওরঙ্গজেবপুর হল শিবাজীনগর! ফের ১১ স্থানের নাম বদল বিজেপির
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
প্রয়াগরাজে বুলডোজ মামলা: সুপ্রিম ভর্ৎসনা, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
দর্শক টানছে না ‘সিকন্দার’, ঈদের দিনে বুলেটপ্রুফ গ্লাসের ওপারে ভাইজান!
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
বিমসটেক বৈঠকে যোগ দিতে এবার ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৃহস্পতিবার রওনা
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
নদীতে হাঁটু সমান জল, হাত দিলে উঠে আসছে কার্তুজ
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
“কথা না শুনলে শাস্তি পাবে,” রাশিয়াকে কেন একথা বললেন ট্রাম্প?
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
ঘিবলি আর্টে মজলেন অমিতাভ
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
পাথরপ্রতিমা বিস্ফোরণ নিয়ে এবার কী বললেন দিলীপ ঘোষ?
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
মা-মেয়েকে নিয়ে গল্প বলবে ‘পুরাতন’? প্রকাশ্যে ট্রেলার
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team