ওয়েব ডেস্ক: ভারতকে ডিজিটাল (Digital India) করতে আরও বড় পদক্ষেপ নিল রিলায়েন্স জিও (Reliance Jio)। সম্প্রতি সংস্থাটি চালু করেছে JioPC, একটি ভার্চুয়াল ক্লাউড-ভিত্তিক ব্যক্তিগত কম্পিউটিং পরিষেবা, যা সাধারণ একটি টিভিকেও পরিণত করতে পারে পূর্ণাঙ্গ কম্পিউটারে।
JioPC মূলত একটি ভার্চুয়াল ডেস্কটপ পরিষেবা, যা কাজ করে জিও সেট-টপ বক্সের মাধ্যমে। এই পরিষেবার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের টিভি স্ক্রিনেই পেয়ে যাবেন একটি পূর্ণাঙ্গ ডেস্কটপের অভিজ্ঞতা। শুধু একটি কীবোর্ড ও মাউস সংযোগ করলেই ব্যবহার করা যাবে এই পরিষেবা।
রিলায়েন্স জানায়, দেশে যেখানে প্রায় ৭০ শতাংশ পরিবারে টিভি রয়েছে, সেখানে কম্পিউটার ব্যবহারকারী মাত্র ১৫ শতাংশ। এই ব্যবধান দূর করতেই JioPC পরিষেবা চালু করা হয়েছে। এতে করে যারা আলাদা কম্পিউটার কেনার সামর্থ্য রাখেন না, তারাও সহজেই ক্লাউড-ভিত্তিক কম্পিউটিং পরিষেবা পাবেন।
আরও পড়ুন: প্রকাশ্যে জিও-র প্রথম ত্রৈমাসিকের ফলাফল
কীভাবে কাজ করে JioPC?
JioPC ব্যবহার করার জন্য প্রয়োজন হবে একটি Jio সেট-টপ বক্স যুক্ত টিভি। সেট-টপ বক্সে ব্লুটুথ অথবা USB এর মাধ্যমে কীবোর্ড ও মাউস সংযোগ করে ‘JioPC’ অ্যাপটি খুলতে হবে। এরপর অ্যাকাউন্টে লগ ইন করে ‘Launch Now’ অপশনে ক্লিক করলেই খুলে যাবে ভার্চুয়াল ডেস্কটপ। এই ডেস্কটপ চলবে Jio-র ক্লাউড সার্ভার থেকে, অর্থাৎ ব্যবহারকারীর বাড়ির ইন্টারনাল হার্ডওয়্যারের উপর কোনো চাপ পড়বে না। এর ফলে হালকা ডিভাইসেও পাওয়া যাবে হাই-পারফরম্যান্স কম্পিউটিং।
ফিচার
JioPC-তে থাকবে ৪ vCPU, ৮GB RAM এবং ১০০-১২৮ GB পর্যন্ত ভার্চুয়াল স্টোরেজ। প্রি-ইনস্টল সফটওয়্যারের মধ্যে রয়েছে LibreOffice-এর মতো ওপেন সোর্স অফিস টুলস। এছাড়াও, ব্রাউজার-ভিত্তিক Microsoft Office-এর সাপোর্টও থাকছে। Jio দাবি করেছে, এই পরিষেবা ভবিষ্যতের AI ও ভার্চুয়াল লার্নিং-এর জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে। এই পরিষেবার মাধ্যমে গ্রামীণ ও নিম্নআয়ের মানুষজনও ডিজিটাল ভারত গড়ার অংশীদার হতে পারবেন।
এক বিবৃতিতে রিলায়েন্স জানিয়েছে, “JioPC হল এমন একটি উদ্ভাবন, যা ভারতীয়দের কম খরচে কম্পিউটিং ক্ষমতা প্রদান করবে এবং দেশজুড়ে শিক্ষা, কাজ ও উদ্ভাবনের পথ প্রশস্ত করবে।”
দেখুন আরও খবর: