হৃতিক রোশনের ‘ওয়ার ২’, আমির খানের ‘লাহোর: ১৯৪৭’এবং রজনীকান্তের ‘কুলি’ সবকটি ছবি আগামি ১৫ আগস্ট, ২০২৫ এ মুক্তি পেতে পারে৷ স্পাই ইনভার্সের ‘ওয়ার’ ছবির সিক্যুয়াল ‘ওয়ার ২’ এর লক্ষ্য হল চলতি বছরের এপ্রিলের মধ্যে চিত্রগ্রহণ শেষ করা৷ ‘লাহোর: ১৯৪৭’ ভারতের স্বাধীনতা উদযাপন করে, এবং ‘কুলি’ ইতিমধ্যেই স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে বলে জানা গেছে৷
কাজেই বছরের মাঝামাঝি মুখোমুখি সংঘাত হতে চলেছে হৃতিক-আমিরের। শামিল থাকছেন রজনীকান্ত। চলতি বছরের স্বাধীনতা দিবসে একইসঙ্গে তিন জনের ছবি মুক্তি পেতে চলেছে। ফলে বক্স অফিসে যে বড় সংঘাত দেখা দেবে তা নিয়ে কোন সন্দেহ নেই।.
এই প্রধান রিলিজগুলি স্বাধীনতা দিবসের বক্স অফিস যুদ্ধকে তাৎপর্যপূর্ণ করে তুলতে সেট করা হয়েছে৷
গুঞ্জন এই ছবিতে নাকি এনটিআর জুনিয়র এবং কিয়ারা আডবানিকে দেখা যাবে। তাছাড়াও এই ছবিতে থাকতে পারে বেশ কিছু বড় তারকার ক্যামিও। একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে, নির্মাতারা চলতি বছরের অগস্টের এই ছবি রিলিজ করার কথা ভাবছেন। তবে এর মধ্যে খবর এই ছবির সঙ্গে নাকি আমির খানের ‘লাহোর: ১৯৪৭’ এবং রজনীকান্তের ‘কুলি’ও মুক্তি পাবে। ফলে বক্স অফিসে যে সেই সময় একটা বড় সংঘাত হতে চলেছে তা বলাই বাহুল্য।
শোনা যাচ্ছে নির্মাতারা নাকি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা করবেন। এই ছবির প্রযোজক আমির খান স্বয়ং। আবার অন্যদিকে, রজনীকান্ত অভিনীত ‘কুলি’তেও নাকি আমির খানের একটি ক্যামিও রয়েছে। সেই ছবিটিও স্বাধীনতা দিবসের কাছাকাছি সময়েই মুক্তি পাচ্ছে বলে জানা গিয়েছে।
‘লাহোরে: ১৯৪৭’-এ সানি দেওল এবং প্রীতি জিন্টাকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এই ছবির হাত ধরেই আবার বহু দিন পর বি-টাউনে প্রীতি জিণ্টা কামব্যাক করতে চলেছেন। আসগর ওয়াজাহাতের নাটক ‘জিস লাহোর নাহি দেখা’ থেকে অনুপ্রাণিত এই ছবি। ভারত ও পাকিস্তানের বিভাজনের ভয়াবহ ছবি ফুটে উঠবে এই সিনেমায়। এক মুসলিম পরিবার দেশভাগের সময় লাহোরে চলে আসে। তারা একটি হিন্দু পরিবারের ছেড়ে যাওয়া বাড়িতে আশ্রয় পায়। সেখানেই তারা একজন বয়স্ক হিন্দু মহিলাকে খুঁজে পায়, যাকে তার পরিবার এই দেশেই ছেড়ে চলে গিয়েছে। সবটা মিলিয়ে এই দেশাত্মবোধক ছবি স্বাধীনতা দিবসের সময় যে বেশ ভালো সাড়া পাবে তা বলাই যায়। পাশাপাশি ‘ওয়ার’-এর ক্যামিও ‘ওয়ার ২’ দেখার জন্যও অনেকেই মুখিয়ে আছেন। সঙ্গে রজনীকান্তের ছবির দর্শকও আছে বেশ বড় মাপের।
ফলে একই দিনে তিনটি বড় ছবির রিলিজ, তাই ২০২৫ -এর স্বাধীনতা দিবসের যে বেশ জমজমাট হতে চলেছে তা বলাই বাহুল্য। পাশাপাশি ওই সময় রাজ্যে বেশ কিছু বাংলা ছবিও মুক্তি পাবে। ফলে সবটা মিলিয়ে ফের বক্স অফিসে যে বেশ উত্তেজনা দেখা দেবে তা বলাই যায়।