করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত বলিউড অভিনেতা ইউসুফ হুসেন।কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হন ৭৩বছর বয়সী এই অভিনেতা।তারপর থেকেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছিল ইউসুফ হুসেনকে।শনিবার ভোররাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বলিউডের বহু ছবিতে পার্শ্বঅভিনেতা হিসেবে কাজ করেছেন তিনি, যার মধ্যে উল্লেখযোগ্য ‘দিল চাহতা হ্যায়’,’ধুম ২’,’ওহ মাই গড’,রইস-এর মতো ছবি।ইউসুফ হুসেনের মৃত্যুসংবাদ ট্যুইট করে জানিয়েছেন অভিনেতার জামাই তথা বলিউডের অন্যতম পরিচালক হনসল মেহতা।
আরও পড়ুন – মা হারালেন কৌশানি
RIP Yusuf Husain. pic.twitter.com/laP0b1U732
— Hansal Mehta (@mehtahansal) October 29, 2021
ট্যুইটে পরিচালক জানিয়েছেন,ইউসুফ হুসেন তাঁর শ্বশুর ছিলেন,কিন্তু বাবার চেয়ে কোন অংশে কম ছিলেন না।শাহিদ ছবিটি তৈরির সময় রীতিমতো আর্থিক সমস্যায় পড়েছিলেন পরিচালক-প্রযোজক হনসল মেহতা।সেইসময় তার পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন শ্বশুর ইউসুফ হুসেন।ইমোশনাল ট্যুইটে সেই কাহিনিও সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন হনসল মেহতা।
আরও পড়ুন – জেল থেকে ছাড়া পেলেন আরিয়ান