বছর শেষে ছুটি কাটাতে মালদ্বীপ গেছেন বলিউড যুগল। এযাবৎকাল এই দুই নায়ক নায়িকা নিজেদের সম্পর্ক নিয়ে কখনো মুখ খোলেননি। যদিও বলিউড ইন্ডাস্ট্রিতে তাদের প্রেম নিয়ে নানান গুঞ্জন শোনা যায়। কৌতূহলের শেষ নেই অনুরাগীদেরও। সোশ্যাল মিডিয়ায় এর আগে তাদের ছবি দেখে অনুরাগীরা বিভিন্ন সময়ে গুঞ্জন তুলেছেন। এমনকি বিদেশে একই জায়গায় ছুটি কাটাতে গেলেও তাঁরা তাঁদের একসঙ্গে ছবি কখনো পোষ্ট করতেন না। আর তাতেই ফ্যানেদের মধ্যে কৌতূহল বেড়ে যেত আরো দ্বিগুণ। এবার বিমানবন্দরে একে অপরের সঙ্গে সিদ্ধার্থ-কিয়ারা মুম্বই বিমান বন্দরে ধরা পড়েছেন পাপারাৎজ্জিদের ক্যামেরায়। বর্ষশেষের ছুটি কাটাতে যাচ্ছেন মলদ্বীপে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল ‘শেরশাহ’র এই যুগল নাকি আগামী বছর শুরুর দিকেই ছাতনাতলায় উঠবেন। বর্ষশেষে দুই তারকাকে একসঙ্গে ছুটি কাটাতে যাওয়ার আগে দেখে অনুরাগীরা ইতিমধ্যেই দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন। বিমানবন্দরে একসঙ্গে তাঁদের ভিডিও দেখে দাবানলের মত ভাইরাল হয়ে গিয়েছে। আগাম শুভেচ্ছার বন্যা বয়ে গেছে। প্রসঙ্গত,গত বছর এই দুই বলিউড হার্টথ্রব বছর শেষে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন মলদ্বীপে। কিন্তু তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে আনেননি তারা কিছুই। ‘শেরশাহ’ ছবি রিলিজের পর তাঁদের অনস্ক্রিন রসায়ন নিয়ে অনেক চর্চা হয়েছে। সিদ্ধার্থ এই মুহূর্তে ধর্মা প্রোডাকশন এর ‘যোদ্ধা’ ছবির শ্যুট নিয়ে ব্যস্ত। তার মাঝেই তিনি ছুটি কাটাতে গেলেন বয়ফ্রেন্ড সিদ্ধার্থের সঙ্গে। এবার অবশ্য দুজনে একসঙ্গে ক্যামেরায় ধরা পড়লেন। বেশকিছু নেটিজেন সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনের একসঙ্গে ছবি দেখে লিখেছেন,’তাদের বিয়ে যত এগিয়ে আসছে ততই তাঁরা খুল্লামখুল্লা হচ্ছেন।পাপারাৎজ্জিদের তোলা এ দিনের ছবি তাদের প্রেমের জল্পনায় শিলমোহর’।’