মহামারির পর আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে বিনোদন জগত। মুক্তির অপেক্ষায় বলিউডের একাধিক বিগ টিকেট ছবি। যশরাজ ফিল্মসের চার- চারটে ছবির মুক্তির খবর এসেছে আগেই। প্রথম থেকেই ‘বান্টি অউর বাবলি ২’, ‘পৃথ্বীরাজ’, ‘জয়েশভাই জোরদার’, ‘শামসেরা’ ওটিটি রিলিজের প্রস্তাব নাকচ করেছিলেন প্রযোজক আদিত্য চোপড়া।তবে এবার মূলস্রোতে ফিরলেন আদিত্য, অবশেষে ছবিগুলির ওটিটি রিলিজে রাজি হয়েছেন তিনি!
আগামী সবকটি ছবিরই ওটিটি রিলিজের সিদ্ধান্ত নিয়েছে যশরাজ ফিল্মস্। ঠিক হয়েছে ছবির থিয়েট্রিক্যাল রিলিজের চার সপ্তাহের মধ্যে ওটিটি প্ল্যাটফর্মে শুরু হবে সবকটি ছবিরই স্ট্রিমিং। আপাতত ৮ সপ্তাহ সব কটি ছবিই থিয়েটারে চলা নিয়ে হল মালিকদের সঙ্গে চুক্তি রয়েছে যশরাজের।হলে ৮সপ্তাহ ছবি চলাকালীনই ৪ সপ্তাহের মাথায় জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে যশরাজ প্রোডাকশনের সব কটি ছবিই।
আরও পড়ুন : ব্রডওয়েতে আদিত্য চোপড়ার ডেবিউ
যদিও ‘বান্টি অউর বাবলি ২’, ‘পৃথ্বীরাজ’, ‘জয়েশভাই জোরদার’ আর ‘শামসেরা’র ক্ষেত্রেই ওটিটি রিলিজের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘পাঠান’ আর ‘টাইগার ৩’-এর মুক্তির এখনও দেরি আছে। আর তাই এই দুই বিগ টিকেট ছবির রিলিজের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া। শাহরুখ- সলমনের এই দুটি ছবির থিয়েট্রিক্যাল রিলিজ নিয়েই আগাম আঁটঘাট বাঁধছে যশরাজ ফিল্মস্।
আরও পড়ুন : ৪০০ কোটির অফারেও আদিত্যর ‘না’