মুম্বই : আদিপুরুষ(Adipurush) ডিজাস্টারের পর এবার বড়পর্দায় আসছে পরিচালক নীতেশ তিওয়ারির রামায়ণ(Nitesh Tiwari)।ছবিটি প্রযোজনার দায়িত্বে থাকছেন বলিউডের অন্যতম প্রযোজক মধু মান্তেনা(Madhu Mantena)।নীতেশের রামায়ণে রাম ও সীতার(Ram-Sita) ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর(Ranbir Kapoor) ও আলিয়া ভাট(Alia Bhatt)।রাবণের(Ravana) চরিত্রে থাকছেন কেজিএফ(KGF) সুপারস্টার যশ(Yash)। শোনা গিয়েছিল এমনটাই জল্পনা।কিন্তু সদ্যই রামায়ণ নিয়ে মিলেছে বড় খবর।ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর থাকলেও সীতার ভূমিকায় দেখা যাবে না আলিয়া ভাটকে। এমনকি রামায়ণে অভিনয়ের জন্য নাকি ব্রহ্মাস্ত্র নায়িকার কাছে কোনও প্রস্তাবও যায়নি।আরও জানা যাচ্ছে,ছবির জন্য সম্প্রতি নাকি লুক টেস্ট সেরেছেন কন্নড় তারকা যশ।যদিও এখনই রাময়ণের শ্যুটিং শুরু করবেন না নীতেশ তিওয়ারি।প্রি-প্রোডাকশনে কোনওরকম গলতি রাখতে নারাজ পরিচালক।ধীরে সুস্থে চলছে শ্যুটিংয়ের প্রস্তুতি।আগামী বছর ফ্লোরে আসতে চলেছে রামায়ণ।
আগামী সিনে বিনোদনের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে মাধু মান্তেনা-নমিত মালহোত্রা প্রযোজিত রামায়ণ।ছবিটি পরিচালনার দায়িত্বে থাকছেন দঙ্গল পরিচালক নীতেশ তিওয়ারি।বেশ কিছু বছর ধরেই শোনা যাচ্ছে,পরিচালকের রামায়ণ নিয়ে জল্পনা।গত জুনে সিনেমাহলে মুক্তি পেয়েছে প্যান ইন্ডিয়ান ফিল্ম আদিপুরুষ।নানা মহলে রীতিমতো সমালোচিত হয়েছে প্রভাস অভিনীত এই এপিক ফিল্ম।আদিপুরুষ কাণ্ডের পুনরাবৃত্তি মোটেও চাইছেন না বলিউডের দুই রামায়ণ নির্মাতা মধু মান্তেনা ও নমিত মালহোত্রা।তাই ছবির প্রি-প্রোডাকশন অনেকখানি সময় নিয়ে করতে চান পরিচালক নীতেশ তিওয়ারি।ছবিতে রণবীর কাপুর অভিনয় করলেও থাকেন না আলিয়া ভাট।এমনকি রামায়ণের টিমের সঙ্গে যুক্ত কলাকুশলীরা বলছেন,আলিয়া ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করবেন এই খবর সম্পূর্ণ গুজব ছিল।
নায়িকাকে রামায়ণের জন্য কোনও প্রস্তাবই দেননি নির্মাতারা।এমনকি এখনই ছবির জন্য সীতাও খুঁজছেন না তাঁরা।ধীরে সুস্থে চলছে ছবির প্রি-প্রোডাকশন।সদ্যই নাকি রাবণের চরিত্রে কেজিএফ তারকা যশকে নিয়ে লুক টেস্ট সেরেছেন পরিচালক।রাবণের ভূমিকায় যশকে দারুণ মানাবে বলেই মনে করছেন তিনি।চলতি বছরের মধ্যেই ছবির প্রি প্রোডাকশন পর্ব মিটিয়ে ২০২৪ সালে ফ্লোরে আসতে পারে রামায়ণ।যদিও তা আরও পিছিয়ে গেলে অবাক হওয়ার কিছু নেই।