কলকাতা: অভিনেতা যশ দাশগুপ্তর (Yash Daasguptaa) প্রযোজক হিসেবে দ্বিতীয় ছবি ‘আড়ি’ (Aarii – Official Trailer) মুক্তির পথে। এই ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেল কলকাতার এক রেস্তঁরায়। পয়লা ঝলকে মা-ছেলের দুষ্টু-মিষ্টি রসায়ন দেখিয়ে নজর কেড়েছিল ‘আড়ি’। মা ও ছেলের ইমোশনাল জার্নির কথা বলবে ‘আড়ি’।”যশ-মৌসুমীর (Moushumi Chatterjee) রসায়ন চোখ জেজাবে দর্শকদের। দেখবেন নাকি সেই ঝলক।
চলতি মাসেই মুক্তি পেতে চলেছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহান অভিনীত ছবি ‘আড়ি’। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মৌসুমি চট্টোপাধ্যায়। বার্ধক্য-ডিমেনশিয়ায় আক্রান্ত এক মাকে নিয়ে ছেলের জীবনযুদ্ধের ঝলক ফুটে উঠল ট্রেলারে। চেনা গল্প হলেও নজরকাড়ল পরিচালক জিৎ চক্রবর্তী ছকভাঙা গল্প বলবে অড়ি। ছবিতে সব থেকে বেশি নজর কেড়েছে মা ছেলে আবেগঘন মুহূর্ত। ট্রেলারে দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট সময়ের পর মৌসুমীর চরিত্রটি সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে। কখনও ছেলে তার কাছে হয়ে ওঠে স্বামী আবার কখনও বা ছোট্ট আদরের ছেলে। মা মৌসুমী চট্টোপাধ্যায়কে (Moushumi Chatterjee) ঘিরেই আবর্তিত যশ দাশগুপ্তের জীবন। একাই অসুস্থ মাকে আগলে রাখে। নিজে হাতে সংসারের সবটা সামাল দেয়। এমন সময় গল্পে দমকা হাওয়ার মতো এক লেখিকার চরিত্রে নুসরত জাহানের আর্বিভাব। যশের জীবনের সঙ্গে জড়িয়ে পড়ে সেও। মা-ছেলে চিরতরে একে-অপরের থেকে আলাদা হয়ে যাবে? সেই গল্প জানতে হলে ২৫ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: কথাকলির পোশাকে এই অভিনেতাকে চিনতে পারছেন?
অন্য খবর দেখুন