মুম্বই : ভারতের মতো গোটা বিশ্বজুড়ে রয়েছে শাহরুখ খানের আগামী ছবি জওয়ান(Jawan) নিয়ে উন্মাদনা।সদ্যই জানা গিয়েছে, থ্রিডি ভার্সনে(3D Version) মুক্তি পাচ্ছে না অ্যাটলি(Atlee Kumar) পরিচালিত অ্যাকশন এন্টারটেইনমেন্ট ফিল্ম(Action Entertainment Film)।তবে শাহরুখ নিজেই জানিয়েছেন টু-ডির পাশাপাশি আইম্যাক্স(IMAX) ও ফোর ডিএক্স(4DX) স্ক্রিনে ছবি দেখার সুযোগ পাবেন দর্শক।ইতিমধ্যেই ইউএসএ(USA),জার্মানি(Germany) এবং নেদারল্যান্ডে(Natherland) শুরু হয়ে গিয়েছে জওয়ান-এর অগ্রিম বুকিং(Advance Booking)। ইউরোপের এই দু দেশে কিং খানের যে দারুণ ফ্যান ফলোয়িং,তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।এবং জার্মানি,নেদারল্যান্ডের বাদশা ভক্তরা যে ভাবে জওয়ান দেখার জন্য আগাম দর্শকাসন ভরে উঠছে তাতে কিন্তু হাসি ফুটেছে সুপারস্টারের মুখে।ভাল দামেই বিক্রি হচ্ছে জওয়ান-এর টিকিট বিক্রি হচ্ছে বলেই জানা যাচ্ছে।খুব শীঘ্রই ভারতেও নাকি শুরু হয়ে যাবে শাহরুখের ছবির অগ্রিম বুকিং।আইম্যাক্স থিয়েটারে মুক্তি পাওয়া পাঠান ছিল শাহরুখের প্রথম ছবি।দ্বিতীয় ছবি হতে চলেছে জওয়ান।৭ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে।
View this post on Instagram
অ্যাটলি কুমার পরিচালিত শাহরুখ খানের নতুন ছবি জওয়ান নিয়ে দর্শকদের আগ্রহর শেষ নেই।ছবির ট্রেলার এবং নতুন গান জিন্দা বান্দা তেই তা প্রমাণ হয়ে গিয়েছে। এখনও ট্রেন্ডে রয়েছে জওয়ান-এর গান জিন্দা বান্দা।পাশাপাশি সোমবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে আসছে জওয়ান এর নতুন গান ছালেয়া।যে গানে রোম্যান্টিক মেজাজে দেখা যাবে শাহরুখ ও নায়িকা নয়নতারাকে।অনিরুদ্ধ রবিচন্দ্রর সুরে যে গান গেয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও।ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে বিজয় সেতুপতি, সানায়া মালহোত্রা,সুনীল গ্রোভর,প্রিয়মণি,ঋধি ডোগরা,সঞ্জিতা ভট্টাচার্যকে। স্পেশাল অ্যাপিয়ারেন্সে থাকছেন দীপিকা পাডুকোন।ক্যামিও রোলে দেখা যাবে সঞ্জয় দত্ত,বিজয় তলপতিকে।থাকছেন বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির আরও বহু তারকা।আগামী ৭ সেপ্টেম্বর ভারতের পাশাপাশি বিশ্বের বহু দেশে মুক্তি পাবে জওয়ান।ইতিমধ্যেই আমেরিকা ও ইউরোপের বহু দেশে শুরু হয়ে গিয়েছে ছবির অ্যাডভান্স বুকিং। মাই নেম ইজ খান থেকে রা-ওয়ান কিংবা ডন ২।এর আগেও বারবার শাহরুখের ছবি নিয়ে বিদেশে উন্মাদনা দেখা গিয়েছে।ওভারসিজে দারুণ সাফল্য পেয়েছে কিং খানের আগের ছবি পাঠানও।এবার বিশ্বজুড়ে ঝড় তোলার জন্য প্রস্তুত জওয়ান।ছবির অগ্রিম বুকিংয়ের ছবিতেই যা স্পষ্ট হয়ে গিয়েছে।শোনা যাচ্ছে,নেদারল্যান্ডের বেশ কিছু সিনেমাহলে শাহরুখ ভক্তরা ছবি প্রদর্শনের আগে বিশেষ নৃত্যানুষ্ঠানের আয়োজন করতে চলেছেন।যা নাকি আরও বড় আকর্ষণ হতে চলেছে।
View this post on Instagram