বিতর্কের পর কাজ কমেছে, ‘বিদ্রোহী শিশু’ অপূর্ব মুখিজা এখন গাড়ি-ড্রাইভার ছাড়া, ভাড়া বাড়িতে!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
Published By: অরণ্য সেন
প্রকাশের সময় :
মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫, ০২:১৬:৫৫ পিএম
/
১৯
বার খবরটি পড়া হয়েছে
অরণ্য সেন
ওয়েব ডেস্ক: ‘বিদ্রোহী শিশু'( The Rebel Kid) নামেই পরিচিত অপূর্ব মুখিজা(Apoorva Mukhija)। সম্প্রতি ফারাহ খানের(Farah Khan) ইউটিউব রান্নার অনুষ্ঠানে এসে নিজের জীবনের এক নতুন অধ্যায় তুলে ধরেছেন তিনি। ২১ বছর বয়সে মুম্বইয়ে এসে স্বাবলম্বী হওয়ার গল্প যেমন শুনিয়েছেন, তেমনই জানিয়েছেন বিতর্কের পর তার কেরিয়ারে নেমে আসা কালো ছায়ার কথা।
শেষ দেখা গিয়েছিল অপূর্বকে ‘দ্য ট্রেইটার্স'(Karan Johar’s reality show The Traitors)। স্পষ্টবাদী হিসেবে পরিচিত এই কন্টেন্ট ক্রিয়েটর এবার ফারাহ খানের শোতে সামায় রায়নার ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ ( Samay Raina’s show India’s Got Latent)বিতর্ক-পরবর্তী তার জীবনযাত্রার বিশদ বিবরণ দিয়েছেন। অপূর্ব জানান, বিতর্ক শুরু হওয়ার পর কাজের সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বর্তমানে তিনি গাড়ি বা ড্রাইভার ছাড়াই একটি ভাড়া বাড়িতে থাকেন।
২১ বছর বয়সে মুম্বই পাড়ি জমান অপূর্ব, ফারাহকে জানান যে তিনি কখনও ‘সংগ্রাম’ করেননি। তিনি সবসময় ২ বেডরুমের একটি অ্যাপার্টমেন্টে থেকেছেন এবং নিজের ভাড়া নিজেই দিয়েছেন। এপিসোডটি শুরু হয়েছিল ফারাহ ও তার দীর্ঘদিনের গৃহকর্মী দিলীপের এক হাস্যরসাত্মক মুহূর্ত দিয়ে। দিলীপ ফারাহর বাড়িটিকে “গরীব কা ঘর” (একটি দরিদ্র মানুষের বাড়ি) বলে অভিহিত করলে ফারাহ হেসে ফেলেন।
কুরুক্ষেত্রে বেড়ে ওঠা, নয়ডায় যাওয়া এবং ২১ বছর বয়সে মুম্বইতে থিতু হওয়ার কথা খোলাখুলি আলোচনা করেন অপূর্ব। ফারাহ যখন তার মুম্বইয়ের সংগ্রামের গল্প জানতে চান, অপূর্ব বলেন, “আসলে তা নয়। আমি সবসময় এখানে ২ বিএইচকে থাকতাম।” ফারাহ অবাক হয়ে জিজ্ঞেস করেন, তার পরিবার কি ভাড়া দিত? গর্বের সাথে অপূর্ব জবাব দেন, “না, আমি নিজেই সব করেছি।” ইউটিউব থেকে তার ভালো আয়ের কথা উল্লেখ করে তিনি নির্লজ্জভাবে যোগ করেন, “আপনো তো পাতা হি হ্যায়, ইউটিউব সে কিতনে পয়সা আতে হ্যায়।”
তিনি আরও জানান, সামায় রায়না এবং রণবীর এলাহাবাদিয়াকে কেন্দ্র করে তার নাম ঘিরে বিতর্ক শুরু হওয়ার আগে তিনি তার নেটফ্লিক্স ছবি ‘নাদানিয়ান’ এবং ‘দ্য ট্রেইটার্স’ দুটিরই শুটিং করেছিলেন।
তবে, বিতর্কের পর পরিস্থিতি বদলে যায়। “তারপর, কেউ আমাকে কাজ দেওয়ার প্রস্তাব দেয়নি। তুমিই প্রথম আমাকে বাড়িতে দাওয়াত করেছো,” ফারাহকে মজা করে বলেন অপূর্ব। পরে, যখন তারা রান্নাঘরে আফগানি ডিম নিয়ে আলোচনা করছিলেন, তখন অপূর্ব অপ্রত্যাশিতভাবে স্বীকার করেন, “মেরে পাস ড্রাইভার নাহি হ্যায়, গাড়ি নাহি হ্যায়, ঘর নাহি হ্যায়।” বিতর্কের পর তাকে তার আগের বাড়িটি ছাড়তে হয়েছিল এবং বর্তমানে তিনি একটি ভাড়া বাড়িতে থাকেন। এই কথা শুনে ফারাহ দিলীপের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলেন, “দেখো আমরা কত ধনী! এই প্রথম আমরা এটা বলছি। সাধারণত, আমরা বারবার বলি ‘হাম লগ কিতনে গরীব হ্যায়’।”
অপূর্বের এই অকপট স্বীকারোক্তি শোতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে, যা তার জীবনের উত্থান-পতনের এক বাস্তব চিত্র তুলে ধরেছে।
0:21 / 3:11
Dear Ma | মা-মেয়ের সম্পর্ক নিয়ে অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন ছবি ‘ডিয়ার মা’, দেখুন এই ভিডিও
0 Comments