কলকাতা: এরকম অভিশপ্ত রবিবার স্বাধীন ভারতের ইতিহাসে খুব কমই এসেছে। রোহিত শর্মার (Rohit Sharma) হাতে বিশ্বকাপ ট্রফি দেখার স্বপ্নে বুঁদ হয়ে ছিল ১৪০ কোটি ভারতবাসী। সে স্বপ্নের সলিল সমাধি ঘটেছে সবরমতী নদীতে। গোটা টুর্নামেন্ট এত ভালো খেলেছিলেন বিরাট কোহলিরা (Virat Kohli), প্রত্যাশার পারদ আকাশ ছুঁয়েছিল। সে কারণেই ব্যর্থতার যন্ত্রণা এত বেশি।
দলের সবথেকে দুই সিনিয়র ক্রিকেটার রোহিত ও বিরাট নিজেদের সবটা দিয়েছিলেন। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথমজন দ্বিতীয় এবং দ্বিতীয়জন প্রথম স্থানে। ভারতের বাকি ব্যাটাররা তাঁদের আশেপাশে নেই। এই কারণেই জন্ম হচ্ছে খুব প্রত্যাশিত এক প্রশ্নের। রোহিত-বিরাট কি ২০২৭ বিশ্বকাপে খেলবেন?
আরও পড়ুন: বিপর্যয়ের পরে বিরাট কোহলিদের প্রতিক্রিয়া কী?
বিরাটের বয়স এখন ৩৫। তাঁর যা ফিটনেস লেভেল এবং শরীরের প্রতি তিনি যেরকম যত্ন নেন তাতে আরও চার বছর চালিয়ে যেতেই পারেন। বিশেষ করে আন্তর্জাতিক টি২০ খেলা ছেড়ে দিলে তাঁর ক্রিকেটীয় আয়ু আরও বেড়ে যাবে। টেস্ট খেলা এখনই ছাড়বেন বলে মনে হয় না কারণ ওই ফর্ম্যাটের ভক্ত বিরাট।
অন্যদিকে রোহিত বিরাটের থেকে এক বছরের বড়। সেই সঙ্গে বিরাটের মতো ফিটনেস তাঁর নেই। কাজেই আরও চার বছর টানতে পারবেন কি না সন্দেহ। কিন্তু যদি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তাহলে কিছু একটা হতে পারে। এই বিশ্বকাপেও রোহিত প্রমাণ করেছেন ব্যাট হাতে কত বড় প্রতিভা তিনি। তাঁর থেকে এখনও অনেক কিছু পেতে পারে ভারতীয় ক্রিকেট।
দুই তারকা এখনও অবসর নিয়ে কোনও মন্তব্য করেননি। এখন করার সময়ও নয়। এখন মানসিক ধাক্কা থেকে বেরিয়ে আসার সময়। এদিকে রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) নিয়েও প্রশ্ন আছে। হেড কোচ হিসেবে তাঁর চুক্তি ছিল বিশ্বকাপ পর্যন্তই। সেই চুক্তির মেয়াদ বাড়ানো হবে নাকি দ্রাবিড়ীয় অধ্যায় শেষ? ফাইনালের পরেই দ্য ওয়াল কিন্তু জানিয়ে দিয়েছেন, এখন এসব নিয়ে ভাবছেন না।