রামায়ণ না কি মহাভারত- কোনটির শ্যুটিং শুরু হবে আগে? এই নিয়েই চলছিল জোর তরজা এই দড়ি টানাটানির মধ্যে শেষমেশ মহাভারতকে পিছনে ফেলে এগিয়ে গেল রামায়ণ। দীপিকা পাড়ুকোনকে নিয়ে বড়পর্দায় মহাভারত তৈরির কথা ভেবেছিলেন পরিচালক মধু ম্যান্টেনা।ছবিতে দ্রোপদীর চরিত্রে কাজ করার কথা দীপের। তবে এবার শোনা যাচ্ছে মহাভারত নয়, এই মুহূর্তে দীপিকাকে নিয়ে রামায়ণের কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন মধু।সেই কাজ মিটলে তবেই অক্টোবর নাগাদ মহাভারত তৈরির কাজে হাত দিতে পারেন মধু ম্যান্টেনা।
সেই ক্ষেত্রে ওই সময়েই আপকামিং মহাভারতের স্টারকাস্টের কথাও সামনে আনতে পারেন মধু. মহাভারত প্রসঙ্গে মধুর মত, আসলে এই ধরণের প্রোজেক্টে প্রচুর রিসার্চ ওয়ার্ক করতে হয়। সেই কাজ শুরুও করেছেন তিনি। আসলে তাঁর মহাভারত দেখানো হবে দ্রোপদীর দৃষ্টিকোণ থেকে. আর তাই পরীক্ষানীরিক্ষা চালাতে হচ্ছে অনেকটাই বেশি। রিসার্চ ওয়ার্কে কোনও রকম ফাঁকি রাখতে চান না মধু। তাতে শ্যুটিং শুরু হতে দেরি হলেও তাঁর কোনও আপত্তি নেই. মধুর মহাভারত নিয়ে তাঁরই মতোই উত্তেজিত দীপিকাও। তিনিও মনে করেন এই ধরণের ছবি তৈরি হওয়া দরকার আর তাই দ্রোপদীর দৃষ্টিকোণ থেকে দেখা মহাভারতের গল্প নিয়ে কৌতূহলী হয়ে আছেন দীপও।দিওয়ালির সময় মহাভারতের স্টারকাস্ট ঠিক হওয়ার পরই হয়তো জোর কদমে শুরু হয়ে যাবে শ্যুটিং পর্ব ।