সোনাক্ষী সিনহার ছবি পোস্ট করে বেজায় মুশকিলে পড়েছেন বলিউডের এই নামজাদা অভিনেত্রী। হ্যালোউইন সপ্তাহ উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন তিনি। কালো পোশাক-মুখোশের আড়ালে একেবারেই চেনা দায়,আদৌ তিনি নিজে না কী সোনাক্ষী? আর সেই সুযোগটাই মজার ছলে কাজে লাগিয়েছেন সোনাক্ষী নিজে। কমেন্ট সেকশনে সোনাক্ষী লিখেছেন, ‘আমার অনুমতি না নিয়ে আমার ছবি পোস্ট করে নিজের নামে কেন চালাচ্ছো?’ এখানেই থেমে থাকেননি তিনি। স্ক্রিনশট নিয়ে নিজের একাউন্ট থেকে আবার রিপোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন আমার অনুমতি না নিয়ে ছবি পোস্ট করা বন্ধ করো। অন্যায় ভাবে নিজের প্রশংসা কুড়ানো উচিত নয়; তোমাকে আমি লিগ্যাল নোটিস পাঠাবো।
সোনাক্ষী
যা দেখে অবাক হয়ে গেছেন বলিউডের ঐ অভিনেত্রী হুমা কুরেশি। পুরো বিষয়টা নজর এড়ায়নি তারকা মহলের। হুমার ভাই সাকিব সালিম ব্যঙ্গ করে লিখেছেন, ‘দিদি এখানেও চিটিং করছে’? উত্তরের সোনাক্ষী বলেছে,’হুমা তার ছবি পোস্ট করে সকলকে জানাতে চাইছে যে সে কতটা সুন্দরী। ওকে একটু বোঝাও শাকিব’। দুই অভিনেত্রীর এই মজাদার লড়াই উপভোগ করেছে নেটিজেনরা। তারাও নানারকম কৌতুক পুরনো মন্তব্য করতে দেরি করে নি। টুইংকেল খান্নার তরফ থেকে লাভ রিয়েক্ট নেটিজেনদের নজর এড়ায়নি।
হুমা কুরেশি