‘রেস’ ছবির টানটান চিত্রনাট্য আর চমৎকার গান বক্স অফিসে বাজিমাত করেছিল। এর পরই ‘রেস’ ছবির ফ্রানচাইজি একের পর এক ‘রেস’ এর সেকুয়েল আনতে থাকে। প্রথম দুটি ‘রেস’ এ সাইফ আলী খান থাকলেও ‘রেস ৩’ এর দেখা যায় সলমান খানকে। এবার শোনা যাচ্ছে ‘রেস ৪ ‘ আসতে চলেছে। প্রথম দুটি ‘রেস’ ছবির পরিচালক ছিলেন আব্বাস মাস্তান, কিন্তু ‘রেস ৩’ তে দেখা যায় পরিচালক পরিবর্তন বরাত পান রেমো ডিসুজা।
শোনা যাচ্ছে ‘রেস ৪’ এর চিত্রনাট্য লেখার কাজ চলছে। চিত্রনাট্য শেষ হলেই ছবিতে মুখ্য চরিত্রে আবার সইফ আলী খানকে ফিরিয়ে আনা হবে নাকি সলমান খানেই ভরসা রাখবেন প্রযোজক রমেশ তোলানি, সেটাই দেখার বিষয়।
প্রথম ‘রেস’ মুক্তি পেয়েছিল ২০০৮ এ। সইফ আলী খান ছাড়াও ছবিতে দেখা গেছিল বিপাশা বসু, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর, সামীরা রেড্ডি, অক্ষয় খান্নাকে। এর পর দ্বিতীয় রেস আসে ২০১৩ সালে। এই বার ছবিতে আসেন দীপিকা পাডুকোন, জ্যাকলিন ফারনানডেজ ও জন আব্রাহাম।
এর পর ২০১৮ তে মুক্তি পায় ‘রেস ৩’। এবার প্রধান চরিত্রে দেখা যায় সলমান খান।কে সঙ্গে পরিচালক ও পরিবর্তন হয়ে যায়।
করোনার অবস্থা বুঝে শুরু হবে ছবির শ্যুটিং। তবে প্রাথমিক ভাবে চিত্রনাট্য শেষ হলে ছবির প্রধান চরিত্রে আসে সেটাই দেখার।