এমনটাই গুঞ্জন বলিউডের অন্দরমহলে। একটি সংবাদমাধ্যম এমনটাই জানাচ্ছে। সইফকে নিয়ে যেমন গুঞ্জন জোরালো হয়েছে তেমনি সলমনের নামও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাইফ আলী খানকে এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে,তিনি বলেন,’এ ব্যাপারে সৃষ্টিকর্তাই ভালো জানেন। এসব নিয়ে আর আমি চিন্তা করি না। ‘রেস’ সিক্যুয়াল নিয়ে এখন যাই হবে খুবই কঠিন কাজ। প্রযোজক রমেশ তাওরানিকে এ ব্যাপারে প্রশ্ন করতে হবে। তিনি এ ব্যাপারে কোনো পরিকল্পনা করেছেন কিনা আমার জানা নেই। ‘রেস ৪’ আদৌ তৈরি হচ্ছে কিনা আমি জানি না। কেউ আমাকে এরকম কোন প্রস্তাব দেয়নি।’ ২০০৮ সালে মুক্তি পেয়েছিল এই ফ্রাঞ্চাইজির প্রথম ছবি ‘রেস’।
ছবিতে অভিনয় করেছিলেন সইফ আলি খান, অক্ষয় খান্না,বিপাশা বসু, ক্যাটরিনা কইফ,অনিল কাপুর ও অন্যান্যরা। এরপর ২০১৩ সালে মুক্তি পায় ‘রেস ২’ সেখানেও ছিলেন সইফ আলি খান। সঙ্গে ছিলেন জন আব্রাহাম,দীপিকা পাড়ুকোন,জ্যাকলিন ফার্নান্ডেজ, অনিল কাপুর,আমিশা প্যাটেল। ছবি দুটি পরিচালনা করেছিলেন আব্বাস-মাস্তান জুটি। তারপর ২০১৮ সালে মুক্তি পায় ‘রেস ৩’। যেখানে দর্শকরা দেখতে পান সইফ আলি খানের বদলে সলমন খানকে। যেখানে অন্যান্য অভিনেতাদের মধ্যে ছিলেন ববি দেওযল,জ্যাকলিন ফার্নান্ডেজ,অনিল কাপুর,ডেইজি শাহ প্রমূখ। এই ছবিটি অবশ্য পরিচালনা করেছিলেন প কোরিওগ্রাফার-নির্মাতা রেমো ডিসুজা।