পর্দায় জিতের সঙ্গে কি করবে সে? নতুন ছবি! টলিপাড়ায় এ প্রশ্নটা বেশকিছুদিন ঘুরে বেড়াচ্ছিল। কিছুদিন আগে তার চোখে ইনফেকশন এবং হাতের টিউমার নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চোখের সমস্যা কিছুটা মিটলেও পুরোপুরি সেরে উঠেনি হাতের টিউমার। সোশ্যাল মিডিয়ায় হাত মিলিয়ে সুপারস্টার জিৎ এর সঙ্গে তিনি ছবি পোস্ট করেছেন, লিখেছেন,’নতুন কিছু আসছে, ধন্যবাদ জিতদা’। অভিনেতা গৌরব রায় চৌধুরীর এই পোস্ট দেখে সকলেরই প্রশ্ন তবে কি জিতের আগামী ছবিতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে গৌরবকে? গৌরব অবশ্য সে সবকিছু খোলসা করে বলেননি। তার বক্তব্য জিতের প্রোডাকশন থাউজেন প্রথম ধারাবাহিকে গৌরব নায়ক ছিলেন। ‘জিৎ দার সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের। তবে সিনেমা নিয়ে জিৎ দার সঙ্গে কোন কথা হয়নি অন্য কিছু হলেও হতে পারে’। এমনি ধোঁয়াশা রেখে দিয়েছেন গৌরব। আপাতত তিনি ওগো নিরুপমা ধারাবাহিকে কাজ নিয়ে ব্যস্ত। অন্যদিকে মৈনাক ভৌমিকের ছবি ‘একান্নবর্তী’ র শুটিংয়ের কাজ করছেন। আগামী ২৮ জুলাই শেষ হয়ে যাচ্ছে তার ধারাবাহিকের শুটিং। তারপর নিশ্চয়ই সার্জারি সাইডে ফ্লোরে ফিরতে চান অভিনেতা। তার কথায় সময়ই নাকি বলে দেবে জিতের সঙ্গে পর্দায় তাকে কিভাবে দেখা যাবে।