কলকাতা: টেলিদুনিয়ার জনপ্রিয় মুখ শ্বেতা ও রুবেল । ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দাতেও পা রেখেছেন শ্বেতা। রুবেল আর শ্বেতার প্রেম কাহিনী ইন্ডাস্ট্রির প্রায় সকলেরই জানা। দর্শকদের অতি প্রিয় জুটি তাঁরা। তবে শোনা যাচ্ছে, তাঁদের সম্পর্কে ভাঙন ধরেছে।
সোশ্যাল মিডিয়ায় এই দুই তারকাই বেশ জনপ্রিয়। একে অন্যের সাথে কাটানো নানা মুহূর্ত লেন্সবন্দী করে সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করে থাকেন তাঁরা। কখনো একে অন্যের বাড়িতে যাচ্ছেন তাঁরা, কখনো আবার একসাথে সময় কাটাচ্ছেন। এইরকম নানা মুহূর্তই তাঁদের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায়। তবে আচমকাই এবার রুবেলের সাথে নাচতে দেখা গেল অন্য একটি মেয়েকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, নীল শেরওয়ানি, সাদা পায়জামা পড়ে আছেন রুবেল। নিজের ঘনিষ্ঠ এক বন্ধুর বিয়েতে হাজির হয়েছিলেন এই অভিনেতা। আর সেখানেই চুটিয়ে নাচ করতে দেখা যায় তাঁকে। সেখানেই তাঁকে নাচে সঙ্গ দেয় অন্য একটি মেয়ে। যার নাম জানা যায়নি। এর এই ভিডিও প্রকাশ্যে আসতেই তাঁদের অনুরাগীদের মনে প্রশ্ন ওঠে যে, রুবেল আর শ্বেতার কি বিচ্ছেদ হয়ে গিয়েছে! এই ভিডিওতে কোথাও চোখে পড়েনি শ্বেতার উপস্থিতি। বাস, আর যায় কোথায়? নেটদুনিয়া এরপর নিজের মতোই গল্প বানিয়ে নিয়েছে। অন্য মেয়ের সাথে রুবেল পা মেলাচ্ছে মানেই শ্বেতার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে। নতুন মেয়েটা কে? কতদিনের সম্পর্ক? কি করেন এই মহিলা? স্বেতা নিশ্চই খুব ভেঙে পড়েছে? এই গল্পও যেন মেগাকে হত্যার মানায়। কেউ কেউ কমেন্ট করেছেন, “এত তাড়াতাড়ি ব্রেকআপ হয়ে গেল বুঝি?” কেউ আবার লিখেছেন, “শ্বেতা ছাড়া আপনার পাশে অন্য মেয়ে কেন? তাহলে কি শ্বেতা আর রুবেলের সম্পর্ক ভেঙেছে?” শেষমেশ দর্শকদের এতসব প্রশ্নের হাত থেকে নিস্তার পেতে উত্তর দিলেন স্বয়ং রুবেল। তাঁর কথায়, “এদিন আমার ছোটবেলার এক বন্ধুর বাগদানের অনুষ্ঠান ছিল। ওখানে শ্বেতাও আমার সঙ্গে গিয়েছিল। কিন্তু ও তাড়াতাড়ি বাড়ি চলে যায়। যে মেয়েটির সঙ্গে নাচ করতে দেখা গিয়েছে সেও আমার এক বন্ধু। এদিন আমরা বন্ধুরা সবাই একসঙ্গে অনেক মজা করেছি।”