ওয়েব ডেস্ক: অভিনয়ের জগতে পা রেখেছিলেন মাত্র ২০ বছর বয়সে। সুন্দরী স্বস্তিকাকে (Swastika Mukherjee) তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। অসাধারণ অভিনয়ের জোরে আজও বাংলা সিনেমার জগতে একই দক্ষতার সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছেন স্বস্তিকা মুখার্জী (Swastika Mukherjee)। তাই তো দর্শকদের একের পর এক হিট ছবি (Hit Movie) উপহার দিয়ে চলেছেন নায়িকা। কে বলবে তাঁর বয়স বাড়ছে? বরং তাঁর রূপের জাদুতে এখনও ঘায়েল হয় অনেকেই। তবে শুধু রূপসী নয়, তিনি কিন্তু বুদ্ধিমতীও বটে।
তিনি এতটাই স্পষ্টবাদী যে প্রেম (Love), বিবাহ (Marriage), ডিভোর্স (Divorce) কোনও কথাতেই তাঁর রাখঢাক নেই। তাই তো তিনি অকপটে স্বীকারও করেছেন, এখনও বেশ কয়েকটা ‘প্রেম করার সময়’ আছে তাঁর হাতে। নায়িকার প্রেমে পড়েননি এমন দর্শকদের সংখ্যা হাতেগোনা, তবে এই বয়সে তিনি কিন্তু একজনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন! নতুন করে কার প্রেমে পড়লেন স্বস্তিকা? ক্রাশের (Crush) নামও সরাসরি প্রকাশ পেয়েছে নায়িকার ফেসবুক পোস্ট (Facebook Post) থেকে।
আরও পড়ুন: গুচির শাড়িতে নজর কাড়লেন আলিয়া
তাঁর মনের মানুষটি আর কেউ নয়, তিনি হলেন সেনবাবু। তিনি একেন সেন। পুরো নাম একেন্দ্র সেন। পুলিশ-গোয়েন্দা একেন্দ্র বইয়ের চরিত্র হয়েও দীর্ঘবছর ধরে ওয়েব সিরিজ ও সিনেমা উপহার দিচ্ছেন দর্শকদের। তাঁর ভাল নাম অনির্বাণ চক্রবর্তী (Anirban Charkrabarti)। চলতি মাসেই মুক্তি পেয়েছে ‘দ্য একেন: বেনারসে বিভীষিকা’। সেই ছবি দেখার পরই নিজের মনের কথা স্বীকার করলেন স্বস্তিকা (Swastika Mukherjee)। নায়িকা লিখলেন, Crush খাইয়া নিজেই ক্রাশ্ড হইয়া গেলাম। এই একেন টা বেস্ট একেন। আমি তো এমনিও ফ্যান, ওমনিও ফ্যান। আমি সব একেন দেখেছি, সিনেমা, সিরিজ সব। ক্রাশবাবু স্যার, আপনি ম্যাগনিফিসেন্ট।
তিনি আরও লেখেন, টুবান দা ফাটিয়ে শুট করেছে, ফাটিয়ে। আর জয়দীপ দা, পরের একেন টায় আমায় একটা চান্স দাও, আমি কথা দিচ্ছি, মন দিয়ে অভিনয় করব। দারুণ হয়েছে জাস্ট দারুণ ! আই লাভ ইউ সেন বাবু। তবে শুধু এবার নয়, এর আগেও এক সাক্ষাৎকারে অনির্বাণের প্রতি ক্রাশ খাওয়ার কথা স্পষ্ট স্বীকার করেন স্বস্তিকা। তবে তিনি একা নয়, অনির্বাণও এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন স্বস্তিকার উপর তাঁর ক্রাশ থাকার কথা। স্বস্তিকার কানে এই খবর আসতেই তিনি বলেছিলেন, ‘আমারও অনির্বাণের উপর ভীষণ ক্রাশ আছে। বলে দেবেন প্লিজ।’
দেখুন অন্য খবর