কলকাতা: টলিউডের (Tollywood) শীর্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম ইশা সাহা (Isha Saha)। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও (Social Media) দারুণ সক্রিয় তিনি। নিয়মিত রিল ও ফটোশ্যুট শেয়ার করে ভক্তদের মধ্যে উত্তেজনা ধরে রাখেন অভিনেত্রী।
এই মুহূর্তে শহরে কনকনে শীত। তবে সেই শীতের মধ্যেই উষ্ণতা বাড়িয়ে দিলেন ইশা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি রোদচুম্বী ছবি ঘিরে রীতিমতো শোরগোল নেটদুনিয়ায়। ছবিতে অফ-হোয়াইট ট্রেঞ্চ কোটে ধরা দিয়েছেন ইশা, গলায় জড়ানো মাফলার। শীতের দিনে রোদের ছোঁয়ায় ধরা পড়েছে তাঁর মায়াবী লুক।
আরও পড়ুন: সকাল সকাল শিলিগুড়ির পথে সোহিনী
View this post on Instagram
ছবি পোস্ট হতেই ভক্ত-অনুগামীদের একের পর এক মন্তব্যে ভরে উঠেছে কমেন্ট বক্স। বিশেষ করে ইশার আবেদনময় হাসিই নজর কেড়েছে দর্শকদের। উল্লেখ্য, বর্তমানে একাধিক ওয়েব সিরিজ ও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ইশা সাহা।