নয়াদিল্লি: বিরাট কোহলির (Virat Kohli) এ কী অবস্থা? কোনও দুর্ঘটনা ঘটল নাকি? নাকি মারধর খেলেন! চোখে কালশিটে, নাকে ব্যান্ডেড, গালে এবং কপালে ক্ষতচিহ্ন দেখে তো তেমনই মনে হচ্ছে। সেই সঙ্গে ধন্ধও লাগছে। কারণ সোশ্যাল মিডিয়ায় কোহলি যে ছবিটি দিয়েছেন, তাতে এত আঘাত সত্ত্বেও মুখে একগাল হাসি। একহাত তুলে তর্জনী আর মধ্যমা দিয়ে ভিকট্রি চিহ্ন দেখাচ্ছেন।
নিজের ইনস্টাগ্রাম (Instagram) স্টোরিতে এই ছবি দিয়ে কোহলি লিখেছেন, “আপনাদের উচিত আর একজনকে দেখা।” কার কথা বললেন বোঝা গেল না। তবে সম্ভবত বিখ্যাত ‘পুমা’ সংস্থার বিজ্ঞাপনের জন্যই এই সাজ নিয়েছেন ভারতের ক্রিকেট তারকা। তাঁর টি-শার্টে লেখা ‘পুমা স্পোর্টসস্টার।’
আরও পড়ুন: টেবিল টেনিসে অতুল কীর্তি বাংলার মেয়ের
বিরাট কোহলির হাসিমুখ দেখতে ভালোই লাগছে। ১৯ নভেম্বর রাতে তাঁকে দেখে কষ্ট অনুভব করছিল ১৪০ কোটি ভারতবাসী। বিশ্বকাপের সবথেকে বেশি রান সংগ্রাহককে রানার্স আপের মেডেল নিতে হয়েছিল মুখ বুজে। তিনি, রোহিত শর্মা (Rohit Sharma) এবং হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) শোকাহত হয়ে দাঁড়িয়ে থাকার ছবি চোখে জল এনে দিয়েছিল অনেকের।