মুম্বই : অবশেষে ওটিটিতে(Ott Platform) ফিরছে মেড ইন হেভেন(Made In Heaven)-এর গল্প।২০১৯ সালের শুরুতেই জনপ্রিয় ওটিটিতে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ মেড ইন হেভেন।সিরিজে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন অর্জুন মাথুর(Arjun Mathur),শোভিতা ধুলিপালা(Shobhita Dhulipala),কাল্কি কোয়েচলিন(Kalki Koechlin),জিম সর্ভ(Jim Sarbh),শশাঙ্ক অরোরা(Shashank Arora), শিবাঙ্গী রঘুবংশী(Shivangi Raghuvanshi) ছাড়াও আরও অনেকেই।মেড ইন হেভেন-এর প্রথম সিজনের পরিচালনার দায়িত্বে ছিলেন জোয়া আখতার(Zoya Akhtar),নিত্যা মেহরা(Nitya Mehra),প্রশান্ত নায়ার(Prashant Nayar) ও অলঙ্কৃতা শ্রীবাস্তব(Alankrita Shrivastava)।সিরিজটি গল্প এবং চিত্রনাট্য তৈরি করেছিলেন জোয়া আখতার(Zoya Akhtar) ও রিমা কাগতি(Reema Kagti)। ভিন্ন ঘরানার এই ওয়েডিং ড্রামা সিরিজ দর্শকের মন জয় করেছিল।দীর্ঘ চার বছর পর আসছে মেড ইন হেভেন সিরিজের নতুন সিজন(New Season)।সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিরিজের সিজন ২(Season 2)-র ফার্স্ট লুক(First Look)।আর সেই ফার্স্ট লুক নিজেদের সোস্যাল সাইটে শেয়ার করেছেন মেড ইন হেভেন-এর নির্মাতা ও তারকারা।প্রথম সিজনের মতো মেড ইন হেভেন সিজন ২ও যে দারুণ জমজমাট হতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না।
View this post on Instagram
২০১৯ সালের মার্চ মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ মেড ইন হেভেন।যার প্রযোজনার দায়িত্বে ছিলেন ফারহান আখতার ও রীতেশ সিদওয়ানি।ওটিটি স্ট্রিমিং শুরু হওয়ার পরই দারুণ জনপ্রিয়তা পায় মেড ইন হেভেন।এবং বছরের অন্যতম সেরা ওয়েব সিরিজের তালিকায় স্থান করে নেয় জোয়া আখতার ও রিমা কাগতি নির্মিত এই ওয়েডিং ড্রামা সিরিজ।৯ পর্বের সিরিজটি পরিচালনা করেছিলেন নিত্যা মেহরা,অলংকৃতা শ্রীবাস্তব,প্রশান্ত নায়ার এবং জোয়া আখতার।সিরিজে দেখা গিয়েছিল অর্জুন মাথুর,শোভিতা ধুলিপালা,কাল্কি কোয়েচলিন,জিম সার্ভ,শশাঙ্ক অরোরা এবং শিবানী রঘুবংশীকে।পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন বিজয় রাজ,মনজ্যোত সিং,বিনয় পাঠক,দিলীপ তাহিলকে।সিরিজে অতিথি শিল্পীর চরিত্রে দেখা মিলেছিল একঝাঁক বলিতারকার।শোনা যাচ্ছে দ্বিতীয় সিরিজেও দেখা যাবে বহু অভিনেতা-অভিনেত্রী।মূল তারকাদের পাশাপাশি অভিনয় করবেন মোনা সিং,নীলম কোঠারি,সঞ্জয় কাপুর,সমীর সোনি ছাড়াও আরও অনেকেই।সদ্যই সোশ্যাল সাইটে প্রকাশ্যে এসেছে মেড ইন হেভেন সিজন ২-র ফার্স্ট লুক।