গত সপ্তাহেই জানা গিয়েছিল ৩ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ওয়েব সিরিজ ‘ইনসাইড এজ সিজন ৩’।তারপর থেকেই এই স্পোর্টস ড্রামা সিরিজের ট্রেলারের অপেক্ষায় ছিলেন সকলেই।অবশেষে অপেক্ষার অবসান।সোমবারই মুক্তি পেতে চলেছে ‘ইনসাইড এজ সিজন ৩’-র ট্রেলার।সিরিজের নতুন পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ট্রেলার মুক্তির আগাম খবর দিলেন কলাকুশলীরা।গত দুই সিজনে দুর্দান্ত জনপ্রিয়তা পেয়েছে করণ অংশুমান পরিচালিত এই ওয়েব সিরিজ।সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রিচা চাড্ডা,বিবেক ওবেরয়,আমির বশির,তনুজ বীরওয়ানি,অঙ্গদ বেদি,সিদ্ধান্ত চতুর্বেদী ছাড়াও একঝাঁক বলিউড তারকা।
View this post on Instagram
দ্বিতীয় সিজনেও অসম্পূর্ণ ছিল ‘ইনসাইড এজ্’-এর গল্প।২০১৯এর শেষে রীতিমতো সাসপেন্স রেখে শেষ হয়েছিল ‘ইনসাইড এজ্ ২’।গত দুই বছর ধরেই সিরিজের তৃতীয় সিজনের অপেক্ষায় ছিল দর্শক।অবশেষে ‘ইনসাইড এজ ৩’ শুরুর খবরে দারুণ খুশি ওটিটি ম্যানিয়াকরা।সিরিজের নতুন সিজনের গল্প কোন পথে এগোতে চলেছে সোমবার ট্রেলার মুক্তির পরই তা বোঝা যাবে।