নতুন বছরের ১৫ জুলাই মুক্তির অপেক্ষায় রয়েছে রণভীর সিং অভিনীত রোহিত শেট্টির ছবি ‘সার্কাস’।ছবিতে রণভীরের সঙ্গে দেখা যাবে পূজা হেগড়ে,জ্যাকলিন ফার্নান্ডেজ, বরুণ শর্মাকে।ক্যামিও রোলে নজর কাড়বেন দীপিকা পাডুকোনও।ইতিমধ্যেই শেষ হয়েছে ‘সার্কাস’-এর শ্যুটিং।শুরু হয়ে গিয়েছে ছবির পোস্ট প্রোডাকশনও।তবে জুলাইতে ‘সার্কাস’ মুক্তি পাবে না বলেই মনে করছেন ছবির অন্যতম প্রযোজক তথা পরিচালক রোহিত শেট্টি।তিনি সাফ জানাচ্ছেন,অনুমান করা হচ্ছে ১৫জুলাই বড়পর্দায় মুক্তি পাবে ‘সার্কাস’।তবে এখনও তাঁরা ছবি মুক্তির দিন ঘোষণা করেন নি।বিষয়টি এখনও বিবেচনাধীন রয়েছে।দিন ঠিক হলে সবার আগে সুসংবাদ তিনিই দেবেন।
রোহিতই প্রথম ব্যক্তি যিনি জানতেন দীর্ঘ টালবাহানার পর মুম্বই ও মহারাষ্ট্রে হল খুলছে।তবু ‘সার্কাস’ মুক্তির দিন ঘোষণা করেননি তিনি।একের পর এক বিগবাজেট ছবির সিদ্ধান্ত ভুল,এর ফলে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে বলেই মনে করছেন রোহিত।দীর্ঘদিন ধরেই বলিউডের বহু ছবির মুক্তি আটকে রয়েছে।
বর্তমান করোনা পরিস্থিতির কারণে বেশ কিছু ছবির মুক্তির দিন আরও পিছোতে পারে।সব ছবি ভালোভাবে মুক্তি পাওয়ার পরই বড়পর্দায় আসবে ‘সার্কাস’।আগাম জানাচ্ছেন রোহিত শেট্টি।জুলাই বা অগস্ট মাসের আগে ছবি মুক্তি পাবে না বলেই মনে করছেন পরিচালক।