রোহিত শেট্টির ছবি মানেই অ্যাকশনের বাড়বাড়ন্ত। কখনও গাড়ি উড়িয়ে দেওয়া তো কখনও দুঃসাহসিক সব স্টান্ট – রোহিতের লার্জার দ্যান লাইফ ছবিতে সবই স্বাভাবিক। মুক্তির অপেক্ষায় রোহিতের নতুন ছবি ‘সূর্যবংশী’। এই ছবিতেও যে স্টান্টের কিছু কমতি নেই, তা ট্রেলারেই স্পষ্ট হয়েছে। সদ্যই নিজের ছবিতে স্টান্টের বাড়বাড়ন্ত নিয়ে কথা বললেন রোহিত।
রোহিতের হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত প্রায় গাড়ি নিয়ে ১০০-র বেশি স্টান্ট দেখা গেছে তাঁর ছবিতে, ২০০ বেশি গাড়ি উড়িয়ে দিয়েছেন তিনি। খুব সত্যি কথা বলতে ঠিক কতগুলো গাড়ির স্টান্ট তাঁর ছবিতে দেখা গেছে তা নিয়ে নিজেও বেশ সন্দিহান রোহিত!
‘সূর্যবংশী’-র দুজন স্টান্টম্যানের একজন বুলগেরিয়ার বাসিন্দা অন্যজন কেপটাউনের বাসিন্দা।বুলগেরিয়ান ওই স্টান্টম্যান মোট ৭টি গাড়ি উড়িয়ে দিয়েছেন সূর্যবংশীর শ্যুটিং-এ। একটি ছবিতে আটটি গাড়ি উড়িয়ে দেওয়া গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। রেকর্ড থেকে মাত্র দু কদম দূরেই থামতে হয়েছে টিম ‘সূর্যবংশী’কে!
রোহিতের মতো খাদ্যরসিকরা যেমন খাদ্যরসিকের সন্ধানে থাকেন, ফ্যাশনিয়েস্তারা যেমন ফ্যাশন সচেতন মানুষজনকে খোঁজেন, তিনিও তেমন সারা বিশ্বের অ্যাকশন ফ্লিকদের সন্ধানে থাকেন!