মুম্বই : বরুণ ধাওয়ানের(Varun Dhawan) নায়িকা হতে চলেছেন জুবিলি(Jubilee) সিরিজের অভিনেত্রী ওয়ামিকা গাব্বি(Wamiqa Gabbi)। জওয়ান(Jawan) খ্যাত পরিচালক অ্যাটলির(Atlee) আগামী ছবিতে যে বরুণ ধাওয়ান অভিনয় করছেন এমনটা কিন্তু জানা গিয়েছে অনেক আগেই।ধুন্ধুমার এই অ্যাকশন ফিল্মে বরুণের বিপরীতে দেখা যাবে দুই অভিনেত্রীকে।কিছুদিন আগেই নির্মাতা সংস্থা সূত্রে খবর মিলেছে,অ্যাটলির নতুন ছবিতে প্রথম নায়িকা হিসেবে জায়গা করে নিয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ(Keerthy Suresh)।সম্প্রতি অ্যাটলি-বরুণ জুটির অ্যাকশন ফিল্ম(Action Film) নিয়ে মিলেছে লেটেস্ট আপডেট।ছবিতে বরুণ ধাওযান ও কীর্তি সুরেশের পাশাপাশি দেখা যাবে ওয়ামিকা গাব্বিকেও(Wamiqa Gabbi)।এমনটা খোলসা করেছেন নায়িকা নিজেই।ওয়েব সিরিজ জুবিলি-তে দুর্দান্ত অভিনয় করে জনপ্রিয়তার শিখরে রয়েছেন ওয়ামিকা।এবার অভিনেত্রী জায়গা করে নিলেন অ্যাটলির ছবিতেও।চলতি অগস্ট মাসেই শুরু হয়ে যাবে ছবির শ্যুটিং।২০২৪সালের মে মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা।
৭ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত জওয়ান।তবে তার আগেই দ্বিতীয় ছবির শ্যুটিং শুরু করে দেবেন পরিচালক অ্যাটলি কুমার।ছবিটি প্রযোজনার দায়িত্বে থাকছেন কবীর সিং ও ভুল ভুলাইয়া ২ ছবির অন্যতম প্রযোজক মুরাদ খেতানি।শোনা যাচ্ছে ছবিতে অ্যাকশন স্টার রূপে পর্দায় অবতীর্ণ হবেন বরুণ ধাওয়ান।এই ছবিটি তাঁর ১৮তম ছবি হতে চলেছে।তাই ছবির নাম রাখা হয়েছে ভিডি ১৮।ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে থাকছেন দুই নায়িকা কীর্তি সুরেশ ও ওয়ামিকা গাব্বি।বরুণের ছবিতে তিনি যে অভিনয় করছেন সংবাদ মাধ্যমের কথা নিশ্চিত করেছেন ওয়ামিকা।অভিনেত্রী জানিয়েছেন,এমন দুর্দান্ত একটি ছবিতে ভাগ নিতে পেরে তিনি শিহরিত ও কৃতজ্ঞ।বরুণ ধাওয়ান ও কীর্তি সুরেশের সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য অপেক্ষায় রয়েছেন ওয়ামিকা গাব্বি।বহুদিন ধরেই মেইনস্ট্রিম কমার্শিয়াল বলিউড ফিল্মে অভিনয় করার জন্য উৎসুক ছিলেন।অবশেষে ঠিকঠাক প্রজেক্ট পেয়েছেন তিনি।ইতিমধ্যেই গ্রহণ,মাই ও জুবিলি ওয়েব সিরিজে ওয়ামিকার অভিনয় নজর কেড়েছেন দর্শকের।এই মুহূর্তে নেক্সট ওটিটি প্রজেক্টের শ্যুটিংয়ে বুদাপেস্টে রয়েছেন ওয়ামিকা।