কলকাতা: সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছিলেন কিং কোহলি। মঙ্গলবার স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গে বৃন্দাবনে দেখা গেল বিরাট কোহলিকে (Virat Kohli )। তাঁদের সঙ্গে দুই সন্তানও রয়েছেন। তাঁরা প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজের আশ্রমে গিয়েছেন। তারকা দম্পতিকে শ্বেতশুভ্র পোশাককে দেখা গিয়েছে।
দীর্ঘ চোদ্দ বছরের টেস্ট ক্রিকেটের কেরিয়ারকে সোমবারই আদবিদা জানিয়েছেন কোহলি। ঘোষণা পরই বিরুষ্কা ছুটে গেলেন বৃন্দাবনে। মঙ্গলবার সাত সকালে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেল, গাড়িতে শুভ্রবসনে বসে রয়েছেন দম্পতি। সাদা রঙের শার্টেই ধরা দিলেন কিং কোহলি। একটি সাদা গাড়ি করে বৃন্দাবনের রাস্তায় তাঁদের দেখা গিয়েছে। প্রেমানন্দ মহারাজের উপদেশ শোনেন কোহলি এবং অনুষ্কা। সেই সময় অনুষ্কার চোখে জল দেখা যায়। হাঁটু মুড়ে বসে প্রার্থনা করতে দেখা গেল বিরাট-অনুষ্কাকে।
আরও পড়ুন: গোলাগুলির মধ্যে জম্মুর বাড়িতে মা-বোনকে নিয়ে চিন্তায় ছিলেন পর্দার ‘অর্জুন’ শাহির শেখ
অন্য খবর দেখুন