কলকাতা: বিরাটের (Virat Kohli) সাফল্যের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা যদি কেউ নিয়ে থাকেন তিনি হলেন অনুষ্কা শর্মার (Anushka Sharma)। তাঁর কামব্যাকের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অনুষ্কার। ২৭ মে লখনউর ইকানা ক্রিকেট স্টেডিয়ামে আরসিবি বনাম এলএসজি-র ম্যাচ দেখতে হাজির ছিলেন অনুষ্কা শর্মা। বরকে উৎসাহ দিতে, ক্রিকেটের মাঠে তিনি উপস্থিত থাকন। দলের জয়ের পর, বিরাট ও অনুষ্কাকে একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতেও দেখা গেল। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে। ‘লাভার বয়’ ইমেজে কোহলিকে দেখে খুশি নেটপাড়া।
১৭ বছরের অধরা স্বপ্ন ১৮তে পূরণ হতে চলেছে, মনে করছেন বিরাট অনুরাগীরা। লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে এই ম্যাচে আরসিবি ৬ উইকেটে জয়ী হয়ে আইপিএল ২০২৫-এর কোয়ালিফায়ার ১-এ জায়গা করে নিয়েছে। আরসিবি ম্যাচ জেতার পরে উচ্ছ্বসিত হয়ে পড়তেও দেখা যায়।জয়ের পর বিরাট-অনুষ্কাকে একে অপরকে ‘ফ্লাইং কিস’ (flying kiss) দিতে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে, বিরাট কোহলি মাঠ দিয়ে হেঁটে যাচ্ছেন এবং অনুষ্কা শর্মা স্ট্যান্ডে। চোখে চোখ পড়তেই ছুঁড়ে দিলেন চুমু। প্রত্যুত্তরে অনুষ্কাও বরকে পালটা দিলেন উড়ন্ত চুম্বন। মিষ্টি ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন হু হু করে ভাইরাল।
Real Lover Boy! #virushka pic.twitter.com/e9eDSYHZrj
— TANYA SINGHANIA (@tanya_singhania) May 27, 2025
অন্য খবর দেখুন