
আগামী দিনে এই এই মেটাভর্স ই হতে চলেছে সব থেকে জনপ্রিয় ভার্চুয়াল মাধ্যম। কিছুদিন আগেই দেলের ম্যাহেন্দি এই ভার্চুয়াল দুনিয়ায় কনসার্ট করেছেন। বিনিতা জানালেন, তিনি বাঙালি গায়িকা হিসেবেই প্রথম যার অরিজিনাল মিউজিক ভিডিও রয়েছে মেটাভর্স দূনিয়ায়। এছাড়াও বেশকিছু কাজ করছেন বিনিতা। অভিনেতা রাহুল অরুনোদয় বন্দোপাধ্যায়ের সঙ্গে অভিনীত ‘ ক্লোন’ ছবি টি মুক্তির কথা খুব শীঘ্রই।

ডিজনি ও স্টারের প্রধান অভিনেত্রী বিনিতার এই অরিজিনাল গানের ভিডিও করেন। নাম ‘লাভ ইউ মম’। এই গানের মধ্যেই তিনি তাঁর মাকে নিয়েই গান বেঁধেছেন। বিনিতা আরো জানান, তাঁর মা কৃষ্ণনগর রাজবাড়ির মেয়ে। বিনিতার এই ভিডিও মেটাভর্স প্ল্যাটফর্মের সঙ্গে সঙ্গে অন্যান্য স্যোশাল মাধ্যমেও পাওয়া যাবে। তবে বিনিতার কথায়, মেটাভর্স এ প্রথম বাঙালি কন্যা হিসেবে গান গাইতে পেরে খুবই খুশি তিনি।