কলকাতা: প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) ছাড়পত্র পেলেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat)। শনিবার কিরগিজস্তানে এশীয় অলিম্পিক্স যোগ্যতা অর্জন পর্বে তিনি হারিয়েছেন লরা কানিগাজিকে। ম্যাচের ফলাফল ভিনেশের পক্ষে ১০-০।
আরও পড়ুন: দুই ভারতীয় কুস্তিগিরের অলিম্পিক্স স্বপ্নে জল ঢালল দুবাইয়ের বৃষ্টি!
সর্বভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মুখ ছিলেন তিনি। বিদ্রোহের কারণে দীর্ঘদিন প্রস্তুতি সারতে পারেননি। দিনের পর দিন ধর্নায় বসেছিলেন যন্তরমন্তরে। এর মধ্যেই খুশির খবর এল। শনিবার প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র পেলেন। কিরঘিজস্তানের এশীয় অলিম্পিক্স যোগ্যতামান পর্বে ভিনেশ হারিয়েছেন কাজাখস্তানের লরা কানিগাজির বিরুদ্ধে। মাত্র সোয়া চার মিনিটের মধ্যে লড়াই শেষ করে কিস্তি মাত করেন ভিনেশ। ৫০ কেজি ফ্রিস্টাইল বিভাগে প্যারিসে নামার যোগ্যতা পেলেন।
অন্য খবর দেখুন