চলতি বছরের জুলাইতেই শোনা গিয়েছিল দক্ষিণী সুপারস্টার কিচ্চা সুদীপের মেগা প্রজেক্ট ‘বিক্রান্ত রোনা’-র কথা।ছবিতে সুদীপের সঙ্গে দেখা যাবে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকেও।ছবির শ্যুটিং মিটে গিয়েছিল অনেক আগেই, কিন্তু কবে মুক্তি পাবে ‘বিক্রান্ত রোনা’ সেই নিয়ে এতদিন মিলছিল না কোন আপডেট।অবশেষে সুখবর দিলেন সুদীপ নিজেই।আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে ‘বিক্রান্ত রোনা’।নতুন টিজার সোশ্যাল সাইটে শেয়ার করে এমনটাই জানালেন দক্ষিণী তারকা। পাশাপাশি এদিন প্রকাশ্যে এসেছে ‘বিক্রান্ত রোনা’-র নতুন পোস্টারও।একাধিক দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে সুদীপের বিক্রান্ত রোনা।২ডি ছাড়া ৩ডিতেও ছবি দেখার সুযোগ পাবেন দর্শক।
View this post on Instagram