কলকাতা: টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা(Actor) বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দা সবেতেই তাঁর বিচরণ দেখা যায়। সেই সাত পাকে বাঁধা সিরিয়ালে ঐন্দ্রিলার সঙ্গে জুটি, তারপরই বিক্রম চট্টোপাধ্যায় হয়ে উঠেছিলেন অন্যতম জনপ্রিয় অভিনেতা। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। সম্প্রতি মুক্তি পেয়েছে বিক্রম-শোলাঙ্কি অভিনীত ‘শহরের উষ্ণতম দিনে’। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে এই ছবি। এই ছবি নিয়েই এবার খোলাখুলি আড্ডা দিলেন বিক্রম।
অভিনেতা জানিয়েছেন, “ছবি মুক্তির প্রথম দিনেই ৩টে শো হাউসফুল। ছবির প্রচুর রিভিউ আসছে। আর সবকটাই বেশ পজিটিভ।” তিনি বলেন, “বাংলায় অনেকদিন কোনও নিখাদ প্রেমের ছবি হয়নি। বহু মানুষ প্রথম সপ্তাহান্তেই ছবিটা দেখেছেন। আর আমার কেরিয়ারে এই জিনিস তো রোজ হয়না। এই ছবির তো স্টারকাস্টই কলকাতা। আর বাকি সবাই তো পার্শ্বচরিত্র।”