কলকাতা: ১ সেপ্টেম্বর দেশজুড়ে একাধিক ভাষায় মুক্তি পেয়েছে সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) এবং বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakond) অভিনীত ‘কুশি’ (Kushi)। মুক্তির প্রথম দিনেই ১৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। এবার এই ‘কুশি’র সাফল্যে বড়সড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। সম্প্রতি হায়দ্রাবাদের প্রেক্ষাগৃহ পরিদর্শনের পর, বিশাখাপত্তনমে একটি প্রচারমূলক অনুষ্ঠানে যোগ দেন বিজয়। সেখানে তিনি ঘোষণা করেন, ‘কুশি’ পারিশ্রমিক থেকে ১০০টি দুঃস্থ পরিবারকে ১ লক্ষ টাকা করে মোট ১ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিজয় দেবেরাকোন্ডার এই পদক্ষেপের পরই X-(টুইটারে)-এ ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতার ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’-এর প্রযোজক।
তিনি টুইটে লেখেন, ‘প্রিয় বিজয় দেবেরাকোন্ডা, আমাদের #WorldFamousLover ছবিটির বিতরণে ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। তখন কেউ পাশে দাঁড়ায়নি! এখন যেহেতু আপনি আপনার বড় হৃদয় দিয়ে বহু পরিবারকে ১ কোটি টাকা দান করছেন, দয়া করে আমাদেরও তাহলে বাঁচান। একই সঙ্গে এক্সিবিটর্স, ডিস্ট্রিবিউটরসদের পরিবারকেও বাঁচান। ধন্যবাদান্তে আপনার অভিষেক পিকচার্স।’ হ্যাজট্যাগে দিয়েছেন #মানবতা #প্রেম #সহানুভূতি।’ যদিও এই টুইটের (বর্তমানে X) কোনও প্রতিক্রিয়া জানাননি বিজয়।
আরও পড়ুন:Fourth Pillar | প্রাইম মিনিস্টার অফ ভারত, সমস্যাটা কোথায়?
উল্লেখ্য, ২০২০-তে বিজয় দেবেরাকোন্ডা অভিনীত ‘ওয়ার্ল্ড ফেমাস লাভার’ ছবিটি সেভাবে সাফল্য পায়নি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে এই ছবি। এদিকে ওই ছবির বিতরণের জন্য ডিস্ট্রিবিউটরদের নাকি ৮ কোটিরও বেশি টাকা দিতে হয়েছিল, এমনই দাবি করেছেন ছবির প্রযোজক। জানিয়েছেন, ওই টাকা পুরোটাই খরচের খাতায় গিয়েছে, ওটা আর ফেরত আসেনি। আর তাই বিজয়ের ১ কোটি টাকা অনুদানের খবর পেয়ে তিনিও অভিনেতার কাছে ক্ষতিপূরণ দাবি করে বসেছেন।