দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোণ্ডা বেশ কিছু বক্স অফিস সফল ছবি উপহার দিয়েছেন। সাম্প্রতিককালে প্রেম এবং বিয়ে নিয়ে এই নায়ক সংবাদের শিরোনামে রয়েছেন। একটি লাইভ অনুষ্ঠানে ভক্তদের নানান প্রশ্নের জবাব দিচ্ছিলেন বিজয়। কেরিয়ারের বিভিন্ন বিষয় ছাড়াও ব্যক্তিগত জীবন ও বিয়ের প্রসঙ্গ উঠে এসেছে। এর মধ্যে একজন জানতে চান যে বিজয় কবে বিয়ে করছেন!
এ প্রশ্নের উত্তরে বিজয় দেবরকোন্ডা বলেন, ‘যখন সময় হবে তখনই বিয়ে করব। তবে কাউকে বলব না। কারণ আমি মনে করি, এ মুহূর্তটি আমি এবং আমার ভালোবাসার মানুষের। খুব ছোট পরিসরে এটি করতে চাই। আমি কাউকে জানাতে চাই না। তবে এটাও জানি, খবরটি পৃথিবীর সবাই খুঁজে নেবে।’
কয়েক দিন আগে বিজয় তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্থিরচিত্র পোস্ট করেন। তাতে দেখা যায়, একটি নারীর হাত ধরে রেখেছে আরেকটি পুরুষের হাত। রহস্যময় নারীটি কে তা জানাননি। তবে ক্যাপশনে লিখেন— ‘অনেক কিছু ঘটছে। কিন্তু সত্যি এটি স্পেশাল। খুব শিগগির ঘোষণা আসছে।’
ব্যক্তিগত জীবনে অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে নাম জড়িয়েছে বিজয়ের। অনেকবার চাউর হয়েছে এই জুটির প্রেমের গুঞ্জন। সম্পর্ক নিয়ে দীর্ঘ সময় মুখে কুলুপ এঁটেছিলেন। তবে চলতি বছরে দুজনেই বিষয়টি নিয়ে মুখ খুলেন। তাদের পরিষ্কার জবাব— ‘তারা কেবল ভালো বন্ধু।’
বিজয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুশি’। গত ১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। শিবা নির্বানা পরিচালিত ‘কুশি’ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।