ওয়েব ডেস্ক: বিদ্যা বলনের (Vidya Balan) শাড়ির প্রতি প্রেম এ আর নতুন কোনও বিষয় নয় ৷ ছোটখাটো ডিজাইনার বা পরিবেশ-বান্ধব সাজ বেছে নেন অভিনেত্রী বিদ্যা। এ বারও তাঁর অন্যথা হয়নি। সাদা শাড়িটা ঝড় তুললেন অভিনেত্রী। শাড়িতে বিদ্যা (Vidya Balan In Saree) এক কথায় অনবদ্য। অভিনেত্রীর গ্ল্যামার যেন উপচে পড়ছে
বিদ্যা বালান হচ্ছেন একমাত্র অভিনেত্রী যিনি শাড়ি নিয়ে একাধিক এক্সপেরিমেন্ট করেছেন। শাড়ির আঁচলে রবিঠাকুরের কবিতা লেখা থেকে স্কার্টের উপরে শাড়ি পরে যেন এক আলাদা ভাবে একটি ভঙ্গিমার সৃষ্টি করেছেন ৷ এবং প্রতিটা লুকেই তিনি বাজিমাত করেছেন। তিনি সাবেকি সাজে সাজতে পছন্দ করেন এবং তাঁর শাড়ির কালেকশন দেখলে অবাক হতে হয় বইকি! সম্প্রতি অভিনেত্রীকে পাপারাৎজিরা সাদা শাড়িতে ফ্রেম বন্দি করেছেন। গরম কিংবা বর্ষা অভিনেত্রী সাজ পারফেক্ট। সাদা শাড়িতে নিখুঁত চিকনের কাজ। সঙ্গে ডিজাইনার ডিপকাট ব্লাউজ। সঙ্গে হালকা মেকআপ তাঁর জেল্লা যেন কয়েকগুন বাড়িয়ে দিয়েছে। শাড়িতে বিদ্যা বলনকে অনবদ্য লাগছে ৷
আরও পড়ুন: AI পুতুল প্রতিযোগী হয়ে আসছে ‘বিগ বস ১৯’ এ! কোথা থেকে জানেন!
অন্য খবর দেখুন