কলকাতা: বলিউডের (Bolywood) প্রথম সারির অভিনেত্রী (Actress) বিদ্যা বালান (Vidya Balan)। যিনি নেই কোনও স্বজন পোষনে, নেই কোনও প্রথম সারির তারকাদের দলা-দলিতে। তিনি অনুরাগীদের মনে এমনই স্থান দখল করে রয়েছেন, যে তাঁর নামেই দর্শক পৌঁছে যান সিনেমা হলে। বিদ্যা বালান হলেন এমন একজন অভিনেত্রী, যিনি খুব একটা রাগ ঢাক করে কথা বলতে পছন্দ করেন না। তার প্রমাণও একাধিকবার মিলেছে। একবার আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাহরুখ খানের (Shah Rukh Khan) উদ্দেশেও বিস্ফোরক প্রশ্ন বান ছুড়ে দিতে দেখা যায় তাঁকে। সেই আইফা অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বলিউডের দুই মেগাস্টার শহীদ কাপুর ও শাহরুখ খান।
কিছু বছর আগে এক আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শাহরুখ খান সকলের ঝুলিতে কটা পুরস্কার আছে তা নিয়ে চর্চায় মত্ত ছিলেন। সেই সময় বিদ্যা তাঁকে জিজ্ঞাসা করেন, ‘আপনার কাছে কটা পুরস্কার রয়েছে?’ উত্তরে শাহরুখ খান বলেন, গুণে দেখিনি কখনও। তবে ১৫৫ টার বেশি হবে। এরপরেই পাল্টা প্রশ্ন করেন অভিনেত্রী, ‘এর মধ্যে কিনেছেন কটা?’ বিদ্যা বালানের এই প্রশ্নের পরই শাহরুখ খানের মুখ শুকিয়ে গিয়েছিল। তবে পরিস্থিতি সামাল দিয়ে অভিনেতা জাবাব দেন, ‘দেড়শটা মত’।
আরও পড়ুন:Nawazuddin Siddiqui | Thriller Film | থ্রিলার ফিল্মে জুটি বেঁধেছেন নওয়াজ-রেজিনা
আসলে, বিদ্যা বালান এই দিন বোঝাতে চেয়েছিলেন, তাঁর কাছে যে কটা পুরস্কার রয়েছে তা প্রত্যেকটাই তার অর্জিত, তাঁর যোগ্যতার পুরস্কার, তবে শাহরুখ খানের মতো সুপারস্টারের ঝুলিতে যে ভুরি ভুরি পুরস্কার থাকবে বলার অপেক্ষা রাখে না। তবে বিদ্যার স্পষ্ট প্রশ্ন আজও নেট পাড়ায় চর্চিত।