করোনার প্রকোপ এখনও অব্যাহত। প্রবীণ অভিনেতা ভিক্টর ভিক্টর বন্দ্যোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছেন তবে তিনি এমনিতে ভালোই আছেন।
গতো রবিবার কলকাতায় এসেছিলেন এই প্রবিণ অভিনেতা ভিক্টর ভিক্টর বন্দ্যোপাধ্যায়। কলকাতায় এসেই তাঁর শরীর খারাপ হয় তাই তাঁর করোনা পরীক্ষা করানো হয়, সেই রিপোর্ট পজিটিভ আসে। মৃদু উপসর্গ রয়েছে তাঁর। চিকিৎসকের পরামর্শ মেনে কলকাতার বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন ৭৫ বছরের অভিনেতা। এখনও পর্যন্ত কোনও জটিলতা দেখা দেয়নি শরীরে। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে বাড়িতেই চলছে চিকিৎসা।
বহুদিন ধরেই মুসৌরিতে থাকেন ভিক্টর বন্দোপাধ্যায়। সম্প্রতি এক অনুষ্ঠানের কারণে কলকাতায় আসেন।ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের আয়োজিত সিনেমার সমাবর্তন অনুষ্ঠানে রবিবার তাঁর উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সকালে রিপোর্ট আসার পরেই অনুষ্ঠানের উদ্যোক্তাদের জানান, তিনি অংশ নিতে পারছেন না।
প্রসঙ্গত ভিক্টর ভিক্টর বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত র সঙ্গে “আকরিক ‘ ছবির শ্যুটিংয়ের কাজ শেষ করেন।
তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানানো হয়েছে তাঁর সহকারীর তরফ থেকে।। উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পর বহু অভিনেতাই করোনায় আক্রান্ত হয়েছেন, তবে কয়েক দিনের মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু ভিক্টর ভিক্টর বন্দ্যোপাধ্যায় বয়সের কারণে, তাঁকে নিয়ে চিন্তিত সকলে। তবে তাঁর শরীরের দিকে নজর রাখা হচ্ছে। আশা করা হচ্ছে খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন।